পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ কৰ্ম্মলন্ধে ভ্ৰমিতে ভ্ৰমিতে কত কল্প। দৈলে বৈষ্ণবসেবা ঘটে যদি অল্প ॥ ৪৫১ ॥ তার মহোত্তম কথা নিগূঢ় শুনিএগ। পালিয়ে পরম যত্নে সাবপণন হঞl ॥ ৪৫২ ॥ তবে মুক্তবন্ধ হঞা ক্লষ্ণপর হয়। সালোক্যাদি মুক্তি চারি অঙ্গুলি না ছেণয়। ভগর পর প্রেমভক্তি গোপিকার ভাল । কে আছয়ে অধিকারী সে সব অtলাপ ॥৪৫৪৷৷ যার রসে বশ প্রভু ত্ৰিজগত-নাথ । প্রাকতজনের যেন কুলটার সাথ ॥ ৪৫৫ ॥ তার প্রেমভক্তি-কথা কে কহিতে জলে । গুল্মলতাজস্ব উদ্ধল মাগে যার গুণে ॥ ৪৫৬ ॥ ( তথাপি শ্ৰীভাগবতে )— আশামহে চরণরেণুজুষামহং স্তং বৃন্দাবনে কিমপি গুম্মলতোমধনম্। য। স্ত্যজং স্বজনমাৰ্য্যপথঞ্চ তিত্ব ভেজুমুকুন্দপদবীং শ্রুতিভিঞ্চিমৃগ্যাস্ ॥ ৪৫৭ ৷ তমন্ত্রক্স । অহো ! ( যত্র ) বুলদাবনে য: ( গোপ্য: ) দুস্ত্যজং (দুঃপেন ত্যজ্যতে ইতি দুস্ত্যজং ) স্বজনং ( পতিপ্রভূতাপ্তজনম্) চ আৰ্য্যপথং (ধৰ্ম্মমার্গং ) তিত্ব (তাক্ত ) শ্ৰুতিভিঃ ( ৈেদঃ বিমৃগ্যiম অন্বেযণীয়াং ) মুকুন্দপদবীং (মুকুন্দন্ত পদবীঃ) ভেজু (অভজন)। অহং (তষ্মিন্ তাসাং গোপীনাং ) চরণবেণুজবং ওলালতেীসধীনং ( মধ্যে ) কিম্ অপি ( জন্ম ) আশিং ( বাসনাং প্রাপ্ত: ) স্তাম্ ভবেয়ম্ ॥ ৪৫৭ ॥ অনুবাদ। আতে! যে সুন্দাবনে গোপীগণ দ্বস্ত্যজপতি শ্বশুর প্রভৃতি স্বজন ও ধৰ্ম্মপথ পরিত্যাগ করিয়া বেদের অল্লেবণায় মুকুন্দের পাদপদ্ম সেনা করিয়াছিলেন, আমি সেই বৃন্দাবনে গোপীগণের পদরজঃসেবী গুল্ম-লত। ওযধিবৃক্ষের মধ্যে কোন ও জন্মলাভ করিব কি ? ৪৫৭ ॥ যে প্রভুর চরণ ব্রহ্ম মহেশ দেয়ায়। যোগীন্দ্র, মনীন্দ্র খুঁজি উদ্দেশ না পায়॥৪৫৮n অশেষ-লখিমী যার করে পদ সেবা বাক্য-অগোচর যার পদমধু প্রভা ॥৪৫৯ চৈতন্যমঙ্গল, চারি বেদে র্যাহার মহত্ত্ব নিত্য গায়। অনন্ত মহিমা গুণ –ওর নাহি পায় ॥ ৪৬০ ॥ শেষ মহাশয় র্যার শয়নের শয্যা । হেন প্রভু কৈল গোপিকার পরিচর্য্যা ॥৪৬, ॥ আর কত ভকত আtছয়ে শত শক্ত । হেন রূপে বশ কৈল গোপী-অনুগত ॥ ৪৬২ ॥ কোথা কৃষ্ণ পরমাত্মা-নিগূঢ় যে প্রেম। কোথা গোপী বনচারী ব্যভিচারী কাম৷৷১৬৩৷৷ ঐছন ভকতিতত্ত্ব বুলিবারে চাই। পরম নিগূঢ় ভক্তি ইহা বই নাই ॥৪৬৪। হেন ভক্তি প্রচারিব কলিযুগে প্রভু। লখিমী অনন্ত যাহা নাহি শুনে কভু ॥ ৪৬৫ ৷ স ভরে বোলহ ব্রহ্মা সব ব্রহ্মলোকে । নিজ নিজ অংশে জন্ম লহু কলিযুগে ॥৪৬৬ ॥ ইহা বলি মহাযুনি অন্তর উল্লাস । চলিলা নারদ --কহে এ লোচনদাস ॥ ৪৬৭ ॥ ii, 15 | চলিল। নারদ মুনি, বীণার গৰ্জ্জন শুনি, লহু লহু শ্রবণ-মঙ্গল গীত না । অমিয়া সিঞ্চিল যেন, জগতজনের মন, ত্ৰিভুবনে আনন্দ-চমকিত না ॥ ৪৬৮ ॥ জয় জয় হরিবেশল, আনন্দে মগন ভোল, ঘোষণা পড়িল তিন-লোকে না। অস্ত্র-পরিষদ-সঙ্গে, জনম লভিব রঙ্গে, গোর-অবতার কলিযুগে না ॥ ৪৬৯ ॥ ঐছন করুণ। কর, দেখিব নয়ান মোর, অমিয়। সিঞ্চিব কলেবরে না। জয় জয় জগন্নাথ, ভকতজনের সাথ, নিজভক্তি করিতে প্রচার না। ৪৭০ ৷ কলিযুগ ধনি ধনি, লোক প্রজা সব ধনি, অবনী নদীয়া তার মাঝে না। ধনি মিশ্র পুরন্দর, ভবনেতে যাহার, জনম লভিল। গোরারাজে ম৷৷ ৪৭১ ॥