পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সূত্রখণ্ড আইই ভকত সঙ্গে, হরিগুণ-গান রঙ্গে, বায় শঙ্খ মৃদঙ্গ করতাল না। এ ভুবন চতুর্দশ, প্রেম-বরিষণ-রস, গুণ-কীৰ্ত্তন করিব পরচার ন৷৷ ৪৭২ ॥ বৃন্দাবন-গুণ-রস, প্রণয় সে সরবস, আপনে আস্বাদি দিব সভে না । দেব-নাগ-নরগণে, অণচণ্ডাল সৰ্ব্বজনে, পিয়াইল যাহ! করি লোভে না ॥ ৪৭৩ ৷ তমাননো অানন্দ গুণ, মঙ্গলে মঙ্গল শুন, বুলদাবন-ধন-পরকাশ না । সকল-ভুৱনপতি, জনম লভিল ক্ষিতি, আনন্দে ভুলিল এ লোচনদাস না ৷৷ ৪৭৪ । লরাড়ি -রাগ । মোর প্রভূ রে প্রাণ রে আরে রে গোরাচীনদ নগরে হয় ॥ ধ্রু যোগীন্দ্র, মুনীন্দ্র, ইন্দ্র, চন্দ্র-অাদি লোকে । শুনিএ আনন্দময় নাচয়ে কৌতুকে ॥৪৭৫৷৷ নারদ আনন্দময় ভ্রময়ে কৌতুকে। অঙ্কুরিত মৃততরু যেন দেখে লোকে ॥ ৪৭৬ ॥ হেন মতে ভ্ৰমিতে ভ্ৰমিতে আচম্বিত । ধৰ্ম্মবিপর্য্যয় দেখে লোকের চরিত ॥ ৪৭৭ ॥ দণন, ব্রত, তপস্যা ছাড়িয়া সৰ্ব্বজন । স্ত্রীয়ের গৌরব করে কায়-বাক্য-মন ॥৪৭৮৷৷ ইহা অনুমানি মুনি জানিল নিশ্চয়। এই কলিযুগ—ইথে নাহিক সংশয় ॥৪৭৯৷৷ যা লাগিয়া তিন লোকে ঘোষণা পড়িল । কারে নিবেদিব এই কলিযুগ আইল ॥৪৮০ ॥ চিন্তিত হইয়া মুনি বসিলা ধেয়ানে। আচম্বিতে শুভবাণী উঠিল গগনে ॥৪৮১ ॥ জগন্নাথ দারুব্রহ্ম আমি নীলাচলে। লোক-নিস্তারণ-হেতু সমুদ্রের কূলে ॥৪৮২ ॥ २१ পূরুব-বৃত্তান্ত নাহি স্মরণ যে তোর। কাত্যায়নী-প্রতিজ্ঞায় আজ্ঞ পাইল মোর ॥ চল চল মুনি-রাজ নীলাচল-পুরী। আচরিহ জগন্নাথ-আজ্ঞা-অনুসারি ॥ ৮৪ ৷ চলিলা নারদ-মুনি আনন্দ হিয়ায়। উঠিল বীণার ধবনি-জগত জুড়ায় ॥ ৪৮৫ ॥ ‘হাহা জগন্নাথ’ করি অনুরাগে ধায়। দেখিল শ্ৰীমুখচন্দ্র ত্ৰিজগতরায় ॥ ৪৮৬ ॥ ষত অবতার-- তার অteশ্রয়-সদন। সল-কলা-র সময়—- প্রসন্ন বদন ৷৷ ৪৮৭ ৷৷ চরণে পড়িয়া মুনি লোলে কর জুড়ি । কৃপা কর জগন্নাথ—আইল যুগ কলি ॥৪৮৮৷৷ মহাঘোর-প পেতে পড়িল সব লোকে । শিশ্নে দির-পরায়ণ -ভ্রান্ত মহাশোকে ॥৪৮ ৯ শুনিএঃ ঠাকুর কিছু হাসিয়া কহিল। কর পরশিয়া তারে নিভৃতে কহিল ॥ ৪৯০ ॥ পরম-নিগূঢ় এই কহি তোর স্থানে। গোলোকে চলহ তুমি আমার বচনে ॥ ৪৯১ ॥ পাহিড় লাগ—দ্রিপদী ছন্দ । বৈকুণ্ঠ-উপরি স্থান, গোলোক যাহার নাম, শ্ৰীগৌরসুন্দর তাহে রাজা। লখিমী-আদিক নারী, একহু পুরুষ হরি, সুখময় সকল পরজ ॥ ৪৯২ ॥ রাধা অণর রুক্মিণী, এই দুই ঠাকুরাণী, তার অংশে যতেক নাগরী। শত শত শাখা-ভক্তি, এ দোহার ধরি শক্তি, সেবা করে হএঃ অনুচরী ॥ ৪৯৩ ॥ আর দেবী সত্যভামা, রূপে গুণে অনুপমা, সব বৈদগণী-রস-সীমা । লীলা.বিলাস লাবণ্য, সৰ্ব্ব-কলা-রস ধন্থা, ত্ৰিজগতে রমণী পরমণ ॥ ৪৯৪ ॥ সঙ্গীত বলিয়ে যারে, ভাল সঞ্চারণ ঝরে, শব্দব্ৰহ্ম জগতে বtখানে ।