পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Sb" হেনকালে আসি তথা প্রভু বিশ্বস্তর। ঔীলাস পণ্ডিত দেখি কহিল উত্তর ॥ ৯ শুন শুন ওহে দ্বিজ প্রিয় ঐনিবাস । এক কথা কহি – ঘদি না পাও তরণস ৯১ ৷ প্রেম-উপার্জনে তামি যাব দেশান্তর। তো-সভারে আনি দিল—শুন দ্বিজবর ॥ ৯২ ॥ সাধু যেন নৌকা চড়ি যায় দূরদেশ । ধন উপাত্তর্জন লাগি করে নানা ক্লেশ ॥ ৯৩ ॥ অগনিএ3া বান্ধবগণে করয়ে পোষণ । আমিহ ঐছন আনি দিল প্রেমপন ॥ ৯৪ ৷ এ বোল শুনিএগ কহে শ্ৰীণসে পণ্ডিত । তোমা না দেখিয়া প্রভু কি কাজ জীবিত ॥৯৫৷৷ জীবিত শরীরে বন্ধু করয়ে পোষণ । দেহান্তরে করি তার শ্রদ্ধ-ভপণ ॥ ৯৬ ৷ যে জীয়ে—তাহারে তুমি দিও প্রেমপন। ভোমা না দেখিলে হলে সভার মরণ ॥ ৯৭ ৷৷ মুকুন্দ কহয়ে-প্ৰভু পোড়য়ে শরীর। অন্তরে পোড়য়ে প্রাণ না হয় বাহির ॥ ৯৮ ॥ মোরা সব অসম তুরন্তু দুরাচার। তুমি শঠ খলমতি—বুঝিল বেতার ॥ ৯৯ ৷ অচতুর-গণ মোরা না বুঝিয়া ভোরে। শরণ লইনু সৰ্ব্ব ছাড়িয় সংসারে ॥ ১০০ ॥ ধৰ্ম্ম কৰ্ম্ম ছড়ি তোর পদ কৈলু সরে । পতিত করিয়া কেনে ছাড় মে-সভারে ॥১০১৷৷ পতিত-পাবন তুমি শাস্ত্রেতে জানিঞা। শরণ লইনু সৰ্ব্ব ধৰ্ম্মেরে ছাড়িয় ॥ ১০২ ৷ এখনে ছড়িয়া যাহ মো-সভারে তুমি । এ নহে উচিত প্রভু-নিবেদিল আমি। ১০৩ ৷ থল-মতি না বুঝিয়া লইলু শরণ। বজর-অন্তর তোর হৃদয় কঠিল ॥ ১০৪ ৷ বাহিরে কমল-রস সুগন্ধি পাইয়া। অন্তরেহ এই মত— ছিল মোর হিয়া ॥১০৫ ৷ এখন জানিল – তোর কঠিন অন্তর। fধষ কুম্ভ পয় যেন তাহার উপর ॥ ১০৬ ৷ চৈতন্যমঙ্গল কাঠের মোদক যেন কপূর ছাইয়। গিলিতে না পারে যেন তাহা না বুঝিয়া ॥১০৮৷৷ তুমি দেশান্তরে যালে—কি কাজ জীবনে । সভারে মিঠুর তুমি হৈল। কি কারণে ॥ ১০৮ ৷ ভিল এক তোর মুখ ন দেখিলে মরি। কান্দিতে-কান্দিতে কিছু কহয়ে মুরারি ॥১০৯৷৷ শুন শুন বিশ্বম্ভর গোঁর ভগবান। অধম মুরারি বোলে—কর অবপণন ॥ ১১০ ৷ রোপিলে অপূর্ব বৃক্ষ অঙ্গুলি ধরিয়া। বঢ়াইলে দিলালিশি সিঞ্চিয় কুড়িয় ॥১১১ ৷ শুিলেভিলে রাখিলে ঢাকিলে নহুষত্নে । বান্ধিলে ভরুর মূল নিয়া নানায়ত্বে ॥ ১১২ ৷ ফল ফুল কালে গাছ ফেলাহ কাটিয়া । মরিব আমর-সব হৃদয় ফাটিয়া ॥ ১১৩ ৷ নিরন্তর শিলাসিগি আনি নাহি জানি । স্বপনেহ দেখে তোর চাদমুখখানি ॥ ১১৪ ৷ সংসার-পাসনা মোর নিয়ড় না হয় । জগত-তুল্লভ তব চরণের বায় ॥ ১১৫ ॥ তুমি দেশান্তরে যাবে সভারে এড়িয় । খাইব সংসার-ব্যাঘ্ৰে সভারে ধfয় ॥ ১১৬ ৷ দয়া করি লিদারুণ হৈলে কি কারণে । ইহ বলি সভে মেলি পড়িল। চরণে ॥ ১১৭ ৷ ওহে দীনবন্ধু প্ৰভু অসাথের নাথ । পতিত-তারণ ওহে তুমি জগন্নাথ ॥১১৮ ৷৷ কেহো দন্তে তৃণ ধরি কাতর বচনে। .কেহো উদ্ধে বাহু তুলি ডাকে ঘনেঘনে ॥১১৯৷৷ প্রভু কহে—তোমরা আমার নিজ-দাস । তো-সভারে কহি শুন আপন বিশ্বাস ॥ ১২০ ॥ কহিতে আরম্ভ-মাত্র গদগদ স্বর। অরুণ-কমল-অখি করে ছলছল ॥ ১২১ ৷ সকরুণ কণ্ঠে আধ-আধ ৰাণী কহে । সম্বরিতে নপরে ক্ষণে নিশবদে রহে ॥ ১২২ ৷ আমার বিচ্ছেদ-ভয়ে তোমরা কাতর। মোর কষ্ণ-লিরহে ব্যাকুল কলেলর ॥ ১২৩ ৷ -