পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মধ্যখণ্ড আত্মস্থখ লাগি তোর মোরে দেহ দুখ । কেমন পিন্নিতি কর মেরে তোরা লোক ॥ কষ্ণের বিরহে মোর পোড়য়ে অন্তর। দগপ ইন্দ্রিয়—দেহে ভেল মহাজর ॥ ১২৫ ৷ অগ্নি হেন লাগে মোর সে-হেন জননী । ৭িষ মিশাইল যেন তো-সভার বাণী ॥ ১২৬ ৷ কুষ্ণ-বিনু জীলন— জীবনে নাহি লেখি । কি কাজ এ ছার জীলে যেন পশু পাখী ॥১২৭৷৷ মড়ার নে-হেন সৰ্ব্ব অবয়ব আছে । জীবকে জায়ায় যেন লতা পাতা গাছে ॥১২৮ ৷৷ কৃষ্ণ বিনু ধৰ্ম্মকৰ্ম্ম, দ্বিজ—লেদহীন । পতি-লিনু যুবতী যেন, জল-বিনু মীন ॥ ১২৯ ৷ পনীল গুচারস্তুে কিছু নাহি কাজ । বিদ্য। ধান বৈসে যে ন দ্বিান সমাজ ॥ ১০০ ॥ কষ্ণের বিরহে মোর ধকধক প্রাণ । আর যত লোল, তা স্কা লা সাম্ভ য়ে কাণ ॥১৩১৷৷ পরিয়৷ যোগীর পেশ যtল দেশে দেশে । যথা গেলে প।ঙ প্রাণ নাথের উদ্দেশ্যে ॥১৩২ ৷ ইহা বলি কন্দে প্ৰভু ধরণী পড়ির। নিজ-অঙ্গ-উপলীত ফেলিল ছিড়িয় ॥ ১৩৩ ৷ কৃষ্ণকৃষ্ণ ললি ডাকে অতি আৰ্ত্তনাদে । সকরুণ-স্বরে ‘প্রাণনাথ’ বলি কন্দে ॥ ১৩৪ ৷ বিভাস রাগ—তজ্জাবন্ধ । ( না হারে অারে হয় ॥ দিশা । ) শুন সবজন, সংসার দারুণ, সংশয় করিল মোরে। বিষম বিষয়, যেন বিষময়, গুপতে অন্তর পোড়ে ॥ ১৩৫ ৷৷ যতেন্দ্রিয়গণ, বলিলে আপন, বাসনা ন ছাড়ে কেহে। নিত্যই নূতন, করাই ভোজন, তভু না লেউটে সেহে ॥ ১৩৬ ৷ )'Sసి লো ভ মোহ কাম, কেহে। নহে মূ্যন, মদ অভিমান ক্রোপে । চিত চুরি করি, আছয়ে সম্বরি, ভিলেক নাহি প্রলোপে ॥ ১৩৭ ৷ বাহিরে বান্ধয়ে, ভ্রমণই মায়ায়ে, আশ্রয় এ জাতি কুলে। কৃষ্ণ পাশরিয়া বুলয়ে ভ্ৰমিয়া, পাপ দুৰ্ব্বাসনা মুলে ॥ ১৩৮ ৷৷ জগতে যতেক দেখ অপরূপ, কষ্ণ-হমাবরক সন্ডে । ভলছ যভন, মানুষ-জনম, শ্ৰীকৃষ্ণ ভজিয়ে যবে ৷ ১৩৯ ৷ মানুষ-জনম, দুল্লভ জানিয়ে, কৃষ্ণ ভজিবার তরে । হেন দেহ পাএs'], শ্ৰীকৃষ্ণ ছাড়িয়া, মরিয়ে মিছা-সংসারে ॥ ১৪০ ৷ শুন সবজন, কহিলু মরম, আশীৰ্ব্বাদ কর মোরে। কৃষ্ণে রতি হউ, এ তুঃখ পালাউ, এ বর মাগো সভারে ॥ ১৪১ ৷ . কষ্ণের চরিত, গাঙ আবিরত, বদলে লাগয়ে সাধে । শ্ৰীমুখ-কমলে, . নয়ান-যুগলে, হিয়া বান্ধ’ ছিরিপদে ॥ ১৪২ ৷৷ কি কহিল হিয়া, কুষ্ণ না দেখিয়া, মরমে বিরহ জাল । সংসার-সাগরে পড়িয়া পাথরে চিত বিয়াকুল ভেলা ॥১৪৩ ৷ সে-ই পিতা মাতা, সে ই সে দেবতা, সে-ই গুরু বন্ধু-জনে। সে-ই সে শুনায়ে, কৃষ্ণ কথা কহে, ভজণয়ে কুষ্ণ চরণে ॥ ১৪৪ ৷ তোমরা বান্ধল, পরম বৈষ্ণব দয়। না-ছাড়িহ চিতে ।