পাতা:শ্রীশ্রীচৈতন্য শিক্ষামৃত.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীচৈতন্য শিক্ষামৃত। উপক্ৰম । শ্ৰীশ্ৰী রাধাকৃষ্ণাভ্যাং নমঃ । ভ্ৰম-জনিত, অসম্পূর্ণ ও পয়স্পর বিবদমান সিদ্ধাস্ত সকল যে কৃষ্ণ ভক্তিতে পৰ্য্যবসান প্ৰাপ্ত হয়, সেই ভক্তিদাতা শ্ৰীকৃষ্ণ চৈতন্যকে প্ৰণাম করিয়া শ্ৰীশ্ৰী চৈতন্য শিক্ষামৃত নামক গ্ৰন্থ প্রণয়নে প্ৰবৃত্ত হইলাম। জগতে আমরা তিনটী পদাৰ্থ লক্ষ্য করি। পদার্থ তিনটীর নাম ঈশ্বর, চেতন ও জড়। যে সকল বস্তুর ইচ্ছাশক্তি নাই তাহারা জড় । মৃত্তিকা, প্ৰস্তর, জল, অগ্নি, বায়ু, আকাশ, গৃহ, বন, শস্য, বস্ত্ৰ প্ৰভৃতি সমস্ত ইচ্ছাহীন বস্তুকে আমরা জড় বলি। মনুষ্য, পশু, পক্ষী, কীট, পতঙ্গ ইহার চেতন । ইহাদের বিচারশক্তি ও ইচ্ছাশক্তি আছে। মানুষ্যের যেরূপ বিচারশক্তি আছে সেরূপ অন্য কোন চেতন পদার্থের নাই । তজ্জন্যই মনুষ্যকে সমস্ত চেতন ও অচেতন পদার্থের রাজা বলিয়া কেহ কেহ উক্তি করিয়া থাকেন। ঈশ্বর সমস্ত চেতন ও অচুেক্তিন পদার্থের স্বষ্টিকৰ্ত্তা। র্তাহার জড় শরীর না থাকায় আমরা তঁহাকে দেখিতে পাইনা । তিনি পূর্ণস্বরূপ ও শুদ্ধ চেতন পদার্থ। তিনি আমাদের সৃষ্টিকৰ্ত্তা, পাতা ও নিয়স্তা। তিনি ইচ্ছা করিলে আমাদের মঙ্গল হয়। তিনি ইচ্ছা করিলে আমাদের সর্বনাশ হয়। তিনি ভগবৎ স্বরূপে নিয়ত বৈকুণ্ঠধামে রাজ্য করিতেছেন । তিনি সমস্ত রাজার রাজা । তঁহার ইচ্ছায় সমস্ত জগতের কাৰ্য্য চলিতেছে।