পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীনরোত্তম-বিলাস । >> নরোত্তম তীরে অতি আদর করিয়া । আসনে বসান ভূমে পড়ি প্রশমিয়৷ প্রভু-ভক্তগণের বৃত্তান্ত জিজ্ঞাসয় । তেঁহো সব পৃথক পৃথক করি কয় ॥ চৈতন্তের আদি মধ্য অন্তলীলামৃত । ক্রমে শুনাইলা কিছু হৈয়া সাবহিত ॥ নিতানন্দ অদ্বৈতাচন্দ্রের ঐছে লীলা । প্রেমাবেশে কহে শুনি দ্রবে দারু শিলা ॥ পণ্ডিত শ্ৰীগদাধর পণ্ডিত শ্ৰীবাস । বক্রেশ্বর স্বরূপ মুরারি হরিদাস ॥ নরহরিদাস গৌরীদাস গদাধর। বাস্থঘোষ মুকুন্দ সঞ্জয় দামোদর। কাশীশ্বর ঐ পরমানন্দ ভট্টাচার্য। কৃষ্ণদাস ব্রহ্মচারী লোকনাথ বর্য্য ॥ সনাতন রূপ শ্ৰীগোপাল রঘুনাথ । রঘুনাথ ভট্টজীব জগত বিখ্যাত। মুবুদ্ধি মিশ্ররাঘব কৃষ্ণ পণ্ডিতাদি । এ সভার বৃত্তান্ত কহিল যথাবিধি ॥ প্রসঙ্গে কহয়ে শ্ৰীনিবাসাচার্য্য কথা | যেরূপে হইল জন্ম জন্মিলেন তথা ॥ কহিতে কহিতে দুই নেত্রে ধারা বয়ে। নরোত্তম করে ধরি বিপ্র সম্বোধয়ে ॥ ওহে নরোত্তম তার অদ্ভূত চরিত। অল্পে সৰ্ব্বশাস্ত্রে তেঁহো হইল পণ্ডিত ॥ প্রেমভক্তিময় মূৰ্ত্তি অতি উৎকণ্ঠাতে । নীলাচলে চলে শ্রীচৈতন্য-দর্শনেতে ॥ কথো দূরে গুনি ঐ প্রভুর সঙ্গোপন। হৈল মুছ। সে ইচ্ছায় রহিল জীবন ॥ তথাহি ত্রকর্ণপুর কবিরাজকৃত তন্ত গুণলেশশ্বচকে । আবিভুরকুলে দ্বিজেন্দ্রভবনে রাঢ়ীয় ঘণ্টেশ্বরে, নানাশাস্ত্র সুবিজ্ঞ নিৰ্ম্মলধিয়া বালো বিজেতাদ্বিষাং । নীলালে প্রকট শচীশ্বতপদং শ্রত্নত্যজন্‌ সৰ্ব্বকং, সোহয়ং মে করুণানিধিবিজয়তে শ্ৰীশ্ৰীনিবাস: প্ৰভুঃ।। ১ গচ্ছন জীপুরুষোত্তমং পথিক্রস্তশ্চৈতস্ত-সংগোপনং, মুচ্ছ ভূয়: কচানলুন স্বশিরসোঘাতং দধদ্ধিকতঃ। তৎপাদং হৃদি সং নিধায়গতবান্নীলাচলং যঃ স্বয়ং, সোহয়ং মে করুণানিধির্বিজয়তে শ্ৰীশ্ৰীনিবাস: প্ৰভুঃ। ২