পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

`R শ্ৰীনরোত্তম বিলাস । প্রভু স্বপ্নে প্রবোধি নিলেন নীলাচলে। শ্ৰীনিবাসে দেখি সভে ভাসে প্ৰেমজলে ৷ গদাধর বক্রেশ্বর পণ্ডিত আদি যত । সভে শ্ৰীনিবাসে কৃপা কৈলা যথোচিত ॥ বৃন্দাবন যাইবারে সভে আজ্ঞা দিলা । ঞিহো জগন্নাথ দেখি গৌড়ে যাত্র কৈলা ॥ শ্ৰীখণ্ড আসিয়া পুনঃ নীলাচল যাইতে । পণ্ডিত গোস্বামী সঙ্গোপন শুনে পথে ॥ মুত প্রায় হইয়া আইসে গৌড়দেশে। স্বপ্ন ছলে শ্ৰীপণ্ডিত প্রবেধে অশেষে । তথাহি তন্ত গু প্রভাতে ব্যাকুল হৈয়া চলে গৌড় পথে। তথা ভেট হৈল গৌড়দেশী লোক সাথে। প্রভু নিত্যানন্দ অদ্বৈতের সঙ্গোপন। তা সভার মুখে শুনি হৈলা অচেতন ॥ চেতন পাইয়া অগ্নি জালে পুড়িবারে। দুই প্রভু স্বপ্নস্থলে প্ৰবোধিলা তারে। গৌড় হৈয় বৃন্দাবন যাইতে আজ্ঞা দিলা । রজনী প্রভাতে ঞিহে গৌড়যাত্র কৈলা । খণ্ডেগিয়া নরহরি স্ত্ররঘুনন্দনে । প্রণমি পাইয়া আজ্ঞ চলে সেইক্ষণে ॥ শলেশস্বচকে । গচ্ছন যঃ পথিখণ্ড-সংজ্ঞ-নগরে চৈতন্যচন্দ্রপ্রিয়', নত্ব শ্ৰীসরকারঠকুরবরং নীত্বতদাজ্ঞাং তথা । তৎপশ্চাত্রঘুনন্দনস্য চরণং নত্ব গতো যস্তবন, সোহয়ং মে করুণানিধির্বিজয়তে শ্ৰীশ্ৰীনিবাসঃ প্ৰভুঃ। নবদ্বীপে আসিয়া দেখয়ে চমৎকার। গণসহ গৌরাঙ্গের প্রকট বিহার ॥ বিষ্কৃত হইয়া পুনঃ ঐছে নিরিগয়ে। • নবদ্বীপে দুঃখের সমুদ্ৰ উথলয়ে ॥ বাগ্র হৈয়া শ্ৰীনিবাস প্রভু গৃহে গেলা । তথা বিষ্ণুপ্রিয়া দেবী বহু কৃপা কৈলা ॥ দাস গদাধর শ্ৰীবাসাদি খ্ৰীনিবাসে । অনুগ্রহ করি সভে প্ৰেমজলে ভাসে । তবে শান্তিপুর গিয়া দেখে সীতা মায়। তার যে বাৎসল্য তাহ কহ নাহি যায় ॥ তথা তৈতে প্রেমাবেশে গেল খড়দহ । তথা শ্ৰীজাহ্নবা বহু কৈলা অনুগ্রহ ॥ খানকুল গেলেন শ্ৰীঅভিরাম পাশে। মালিনী সহিত কৃপা কৈলা শ্ৰীনিবাসে ॥ পুনঃ আইলা ত্রখণ্ড গ্ৰনরহরি তারে। অতি প্রীতে বিদায় করিলা ব্ৰজপুরে ॥ স্ত্ররঘুনন্দন স্নেহে ব্যাকুল হইয়া। গমন বৃত্তান্ত সব দিলেন কহিয়া ॥ শ্ৰীনিবাস জাজি গ্রামে প্রবোধি মায়েরে। এই কথোদিনে একা গেলা ব্ৰজপুরে ॥