পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ট্রীনিবাসাচার্য্যের এ প্রসঙ্গ শুনিতে । স্বাভাবিক প্রেমের উদয় হৈল চিতে ॥ নরোত্তম ব্যগ্ৰ হৈয়া চিন্তে মনে মনে। • ন জানি ঞিহার সঙ্গ পাব কথো দিনে ॥ ঐছে বিচারিতে নদী প্রবাহের পারা। অতি সুমধুর নেত্ৰে বহে প্রেমধারা ॥ কে বুঝিতে পারে নরোত্তমের এ রীত। পুনঃ২ গুনে প্ৰভু ভক্তের চরিত। নিরন্তর আপনাকে মানয়ে ধিক্কার । না দেখিয়া এ হেন প্রভুর অবতার ॥ না ধরে ধৈরজ সদা উমড়য়ে হিয়া । না ভয় ভোজন নিশি পেহায় জাগিয়া ॥ একদিন নিদ্ৰা হৈলে প্রভুর ইচ্ছায়। স্বপ্নচ্ছলে সাক্ষাৎ হইল গৌররায় ॥ ভুবনমোহন রূপ রসের পাথার। তড়িৎ কুঙ্কম তেম উপমা কি তার ॥ চচর কেশের ঝুটা পিঠেতে লোটায়। কুলবর্তী কুলটা হুইল হেরি তায় । শ্রবণে কুণ্ডল গণ্ড ঝলমল করে। কপালে তিলক তাহে কেবা প্রাণ ধরে ॥ ভাঙধনু নয়ন কমল কাম ফান্দ। তাসি মিশ মুঙ জিনি পূর্ণিমার চান্দ । আজামুলম্বিত বাহু বক্ষ পরিসর। কম্বুকণ্ঠে নানা মণিহার মনোহর । ত্ৰিবলি বলিত নাভি গভীর সুঠাম। সিংহ জিনি ক্ষীণ কটিদেশ নিরমাণ ॥ AASAASAASAASAA AAAA AAAASASASS ঐনরোত্তম-বিলাস । סיל ی۔۔ ۔ ع۔عبہ سب- بہسہ مہم۔ مہ উলট কদলী জানু মুনি মোহনীয়া । সুচারু চরণ তল কমল জিনিয়া ॥ পরিধেয় ত্রিকচ্ছ বসন অনুপম । এ হেন অদ্ভুত শোভা দেখি নরোত্তম ॥ না হয় নিমিষ আখ্যে বহে প্রেমধারা । কমল উপরে যেন মুকুতার হার ॥ অতি সুকোমল তন্তু ভরল পুলকে। কদম্ব কেশর শোভা জিনি সে ঝলকে ॥ উল্লাসে পড়িয়া ভূমে ধরে প্রভু পায়। প্রভু পদ ধরে নরোত্তমের মাথায় ৷ দুই বাহু পসারি করেন আলিঙ্গন । স্নেহে পরিপূর্ণ কতে মধুর বচন । ওহে নরোত্তম এই দেথ বিদ্যমানে। ধরিতে নারিয়ে হিয়া তোমার ক্ৰন্দনে ॥ চিন্তা না করিহ শীঘ্ৰ বৃন্দাবন যাবে। মোর প্রিয় লোকনাথ স্থানে শিষ্য হবে ॥ তেহে মহাহৃষ্ট হৈয়া দীক্ষামন্ত্র দিব। তোমার দ্বারেতে কার্য্য অনেক সাধিব ॥ ঐছে বহু কহিতেই নিদ্র হৈল ভঙ্গ । প্রভু আদর্শনে বাড়ে দুঃখের তরঙ্গ । ব্যাকুল হইয়া ভূমে গড়াগড়ি যায়। পুনঃ নিদ্রা আকৰ্ষিল প্রভুর ইচ্ছায়। স্বপ্নস্থলে দেখে নবদ্বীপে গঙ্গাতীরে। গেীর নিতানন্দাদ্বৈত আনন্দে বিহরে ॥ গদাধর শ্ৰীবাস স্বরূপ নরহরি। হরিদাস বক্রেশ্বর মুকুন্দ মুরারি।