পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

es শ্ৰীনরোত্তম বিলাস । سعی میپیه هندیها মোর প্রেম প্রভাবে মাতিব সৰ্ব্বলোক । |ऋतथ९डावान् मन्तन। না রহিব কাহার কোনই দুঃখ শোক ॥ | জগদীশ পণ্ডিতের শিষ্য প্রিয়তম। সৰ্ব্বসিদ্ধি হৈব তথা তোমার গমনে । তেহে আসি ঈশ্বরীকে তথাই মিলিলা । সভে চাহি আছয়ে তোমার পথপানে ॥ | অতি প্রাতে উঠি সভে অম্বিক আইল । খেতরি হইতে তুমি যাবে বৃন্দাবন। শ্ৰীহৃদয় চৈতন্ত যাইয়া কথোদুরে। তথা হইতে আসি বিতরিবে ভক্তিধন সভা সহ ঈশ্বরীরে আনিলেন ঘরে ॥ শুনি ঈশ্বরী চিত্তে হৈল চমৎকার। নিতাই চৈতন্ত চান্দে করিয়া দর্শন। স্থির’হৈতে নারে নেত্ৰে বহে অশ্রুধার ॥ হৈল যে প্রকার তাহা না इग्न বর্ণন ॥ খড়দহ গ্রামেতে যতেক বিজ্ঞগণ ! ধৈর্য্যাবলম্বন করিলেন কতক্ষণে । অন্তত্র হৈতে যে যে কৈলা আগমন ॥ ভক্ষণাদি ক্রিয়া সারিলেন সেইখানে ॥সভে শুনি মত্ত হৈলা মনের উল্লাসে । শ্ৰীজাহ্নবী ঈশ্বরী হৃদয়-চৈতন্তেরে। নিবারিতে নারে নেত্র অশ্রুজলে ভাসে কহিলেন সকল প্রসঙ্গ ধীরে ধীরে ॥ শ্ৰীজাহ্নবা গোঁর নিত্যানন্দে সঙরিয়া শুনি শ্ৰীহৃদয়ানন্দ আনন্দিত হৈলা । সেইক্ষণে গমন করয়ে সভা লৈয় ॥ যাইতে খেতরি গ্রাম মনঃস্থির কৈলা ॥ শ্ৰীবসুদেবীরে কথা কহিয়া নির্জনে । ক্রবংশীবদন পুত্র ঐচৈতন্ঠদাস। গঙ্গ বরচন্দ্রে স্থির করিলা যতনে। হেনকালে গণসহ আইলা প্রভুপাশ । সভে সৰ্ব্বপ্রকার করিয়া সাবধান । কথোদুর নৌকাপথে করিলা পয়ান ॥ চলিতেই এই ধ্বনি হৈল দেশ ভরি। থেতরি হইয়া ব্ৰজে যাবেন ঈশ্বরী ॥ কথোদুরে গিয়া নৌকা হইতে নাবিলা। ভাগ্যবন্ত প্রিয় বণিকের ঘর গেল । দিবানিশি মত্ত র্তারা নিত্যানন্দ গুণে । উথলিল প্রেমানন্দ ঈশ্বরী দর্শনে ॥ ক্রটশ্বরী করি সভা প্রতি অনুগ্রহ। সে দিক তথাই রহিল গণসহ ॥ শ্ৰীজাহ্নবী ঈশ্বরীর চরণ দর্শনে । আপন মানয়ে ধন্ত ধারা তনয়নে ৷ বারে বারে ভূমিতে পড়িয়া প্ৰণমিলা । ঈশ্বরী আজ্ঞায় স্থির হইয়া বসিলা ॥ মনের উল্লাসে র্তারে কহিলা সকল । শুনিতেই হৈলা আখি আনন্দে বিহবল ৷ স্ত্রীচৈতন্য দাস আদি স্থির কৈলা মনে। খেতরি যাইব ঐউৎসব দরশনে ॥ মনের উল্লাসে সভে প্রস্তুত হইলা । জীন্ধদয় চৈতন্ত ঠাকুরে জানাইল ॥ "