পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐনরোত্তম বিলাস । go শান্তিপুর হইতে আইল একজন। তেহো নিবদীে তথাকার বিবরণ ॥ শ্ৰীঅচ্যুতানন্দ প্ৰভু অদ্বৈত তনয়। বিচ্ছেদে জজর দেহ ধারণ সংশয়৷ শ্ৰীসীতামাতার আজ্ঞা করিতে পালন । খেতরি যাইতে হৈবে প্রভাতে গমন ॥ শুনি ঈশ্বরীর অতি আনন্দ বাড়িল । স্টার দ্বারে শীঘ্র সব কহি পাঠাইল ॥ সভাসহ শ্ৰীজাহ্নবা পণ্ডিত আবাসে । গোঙাইলা রাত্রি অতি মনের উল্লাসে ॥ প্রভাতেই শ্ৰীমঙ্গল আরতি দেখিলা । নিতাই চৈতন্যপদে আত্ম সমৰ্পিলা । ত্রসেবা নিযুক্ত সভে সাবধানে করি। সভাসহ নবদ্বীপে চলিলা ঈশ্বরী ॥ দূরে হৈতে শ্ৰীনবদ্বীপের পানে চাঞ।। দুই নেত্রে অশ্রুধারা বহে বুক বাঞী। সঙরি সে সব নবদ্বীপের নিবাস । অনলের শিখা প্রায় ছাড়ে দীর্ঘশ্বাস ॥ হইল অবশ অঙ্গ ব্যাকুল হিয়ায়। কতক্ষণে স্থির হৈলা প্রভুর ইচ্ছায় ॥ নবদ্বীপে যে যে ছিল প্রভু প্রিয়গণ । শুনিলা শ্ৰীজাহ্নবী ঈশ্বরী আগমন ॥ মনের উল্লাসে সভে আইলা আগুসরি । দূরে দেখি দোল হৈতে নামিল ঈশ্বরী। ঈশ্বরীরদর্শন করিয়া সৰ্ব্বজনে। আপনার ভাগ্য-শ্লাঘা করয়ে আপনে ॥ - -- আজি সুপ্রভাত বিধি কৈলা মে সভার। ঐছে কহি নিকটে প্রণমে বারবার ॥ শ্ৰীজাহ্নবা দেবী কৈলা যে হইল মনে । আশ্চৰ্য্য প্রেমের গতি বুঝে কোন জনে ॥ শ্ৰীঈশ্বরী সঙ্গে যে আইলা প্রিয়গণ । যথা যোগ্য সভাসহ হইল মিলন। মিলনের কালে ধৈর্য্য গেল সভাকার । কেহ কার পদধূলি লয়ে বারবার ॥ প্রেমাবেশে কেহ কণর ধরিয়া গলায়। সঙরি প্রভুর লীলা কান্দে উচ্চরায় ॥ কি অদ্ভুত প্রেমের মহিমা কেবা জানে। প্রভু প্রিয়গণ স্থির হৈল কতক্ষণে ॥ শ্ৰীবাস পণ্ডিত ভ্রাতা পণ্ডিত শ্ৰীপতি । যত্নে কহে শ্ৰীমাধব আচার্য্যাদি প্রতি ॥ এথা গঙ্গাস্নান হয় এই মোর মনে। শুনি এই বাক্য হর্ষ হৈলা সৰ্ব্বজনে ॥ সকলেই গঙ্গাস্নান করেন তথাই । নবদ্বীপে শ্ৰীপতি গেলেন ধাওয়া-ধাই ॥ বিবিধ সামগ্ৰী শীঘ্ৰ লইয়া আইল । এথা সবে স্নানদিক ক্রিয়া সমাধিলা ॥ শ্ৰীজাহ্নবী ঈশ্বরী পরমানন্দ মনে। সভে ভুঞ্জাইলা কিছু ভুঞ্জিল আপনে ॥ নবদ্বীপ মধ্যে প্রবেশিলা শীঘ্ৰ করি। ঐবাস পণ্ডিত গৃহে আইলা ঈশ্বরী ॥ তথাতে আইলা প্ৰভু অদ্বৈত নন্দন । ঐঅচ্যুতানন্দ নাম ভুবন পাবন ॥ ।