পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&శీs শ্ৰীনরোত্তম বিলাস | ' অচ্যুতের ভ্রাতা শ্ৰীগোপাল প্রেমময়। ঐকাকু পণ্ডিত বিষ্ণুদাস মহাশয় ॥ বনমালীদাস আদি অতি বিজ্ঞগণ । পরস্পর হৈল মহা আশ্চর্য মিলন। উথলিল প্রেমের সমুদ্র অতিশয়। একমুখে সে সব কহিতে সাধা নয় ॥ শ্ৰীমতী ঈশ্বরী অতি নির্জনে আনন্দে । জানাইলা সব কথা শ্ৰীঅচ্যুতানন্দে। শুনি প্রেমাবেশে প্ৰভু অদ্বৈত কুমার। কুই অতি অধৈর্য্য গজয় অনিবার ॥ শ্ৰীপতি শ্রীনিধি আদি সভে জানাইতে । হইল সভার মন উৎসব দেখিতে ॥ খেতরি গমন কথা সৰ্ব্বত্র ব্যাপিলা । শ্ৰীবাসভবনে সভে একত্র হইলা ॥ সে দিবস সেইখানে সভার ভোজন । যে আনন্দ হৈল তাহা না হল বর্ণন ॥ নবদ্বীপবাসী লোক ধায় চারিপাশে । হইল অত্যন্ত ভীড় ঐবাস আবাসে ॥ প্রভু পার্ষদের শুভদৰ্শন পাইয়া । জুড়াইল দারুণ দুখাগ্নি দগ্ধ হিয়া ॥. কথে রাত্রি রহি সব লোক গৃহে গেলা । এথা প্রভুগণ সভে শয়ন করিলা ॥ প্রভাতে উঠিয়া সভে চলিলা সত্বরে। আইলা আকাই হাটে কৃষ্ণদাস ঘরে ॥ পরম গায়ক কৃষ্ণদাস প্রেমাবেশে । আপন মানয়ে ধন্ত আনি নিজাবাসে ॥ ভক্ষণ সামগ্রী অতি শীঘ্ৰতে করিয়া । খেতরি যাইতে রহে প্রস্তুত ইইয়। প্রভাতে উঠিয়া সভে আনন্দ অন্তরে। অতিশীঘ্র আইলেন কণ্টকনগরে ৷ প্রথমেই কৃষ্ণদাস ঠাকুর আসিয়ু । ঐযদুনন্দনে সব কহে বিবরিয়া ॥ শ্রবণ মাত্ৰেতে মহা উল্লাস অন্তরে । আণ্ডসরি গিয়া শীঘ্ৰ আনিলেন ঘরে ॥ তথা আইলা ক্ররঘুনন্দন গণ সাথ । শিবানন্দ সহ আইলা বিপ্র বাণীনাথ ॥ বল্লভ চৈতন্তদাস ভাগবতাচাৰ্য্য। নৰ্ত্তক গোপাল জিতা মিশ্র বিপ্রচার্য্য । রঘুমিশ্র কাশীনাথ পণ্ডিত উদ্ধব। শ্ৰীনয়নানন্দ মিশ্র মঙ্গল বৈষ্ণব ॥ আইলেন ঐছে বহু প্ৰভু প্রিয়গণ । পরস্পর হৈল অতি অদ্ভূত মিলন। দাস গদাধরের গৌরাঙ্গ শোভা দেখি । হইয়া বিহ্বল সভে জুড়াইল আঁখি ॥ গৌরচন্দ্র সন্ন্যাস গ্রহণ কৈলা যথা । কান্দিতে কান্দিতে সভে চলিলেন তথা | স্থান দৃষ্টি মাত্রে হৈল যে দশা সভার। সে সব কহিতে মুখে না আইসে আমার ॥ কতক্ষণে স্থির হইলেন সৰ্ব্বজন। করিলেন শীঘ্র সভে গঙ্গাবগাহন । এথা যদুনন্দনাদি অতি যত্ন করি। বিবিধ মিষ্টান্ন সাজাইল পাত্র ভরি ॥