পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీ জীনরোত্তম বিলাস। ঐঅচ্যুতানন্দ আদি প্রভুপ্রিয়গণ। ক্রমে ক্রমে র্ত সভার বন্দিলা চরণ ॥ শ্ৰীনিবাসাচার্য্য আদি পানে নিরখিয়া । শ্ৰীঅচ্যুতাননাদি ধরিতে নারে হিয়া ॥ কেহ শ্ৰীনিবাসে কোলে করিয়া কান্দয়ে। কেহ মরোত্তমে বারবার আলিঙ্গয়ে ॥ কেহ না ছড়িয়ে রামচন্দ্রে করি কোলে । কেহ শ্ৰীগোকুলানন্দে সিঞ্চে নেত্রজ্বলে ॥ কেহ বাহু পসারিয়া ধরয়ে শ্ৰীদাসে । কেহ শ্ৰামানন্দ মহাবাৎসল্য প্রকাশে ॥ কেহ শ্ৰীগোবিন্দ কবিরাজ মুখ চাঞ।। আলিঙ্গিতে নেত্রধারা বহে বৃক বাঞl ॥ ঐছে প্রেমগতি অতি অদ্ভুত মিলন। দেখিতে আপন ধন্ত মানে দেবগণ | গ্রামে প্রবেশিতে লোক চতুর্দিকে ধায়। জুবিল খেতরি গ্রাম আনন্দ বন্যায়। আচাৰ্য্য ঠাকুর যত্বে নিবেদি সভারে । লৈয় গেল পৃথক পৃথক বাসাঘরে । গণসহ ঈশ্বরীর বাসা হৈল যথা । রামচন্দ্র কবিরাজে সমৰ্পিলা তথা ৷ রঘুনাথ আচাৰ্য্য আদির বাসাঘরে। করিলা নিযুক্ত কবিরাজ কর্ণপুরে। ঐন্ধদয় চৈতন্তের বাসা যেইখানে। তথা শু্যামাননো সমৰ্পিলা সাবধানে ॥ শ্ৰীচৈতন্তদাস আদি যথা উত্তরিলা । শ্ৰীবৃসিংহ কবিরাজে তথা নিয়োজিল ৷ শ্ৰীপতি শ্ৰীনিধি পণ্ডিতদি বাসাঘরে । করিলেন নিযুক্ত শ্ৰীব্যাস আচার্য্যেরে। আকাই হাটের কৃষ্ণদাসাদি বাসায় । হইল নিযুক্ত শ্ৰীবল্লবীকান্ত তায় ॥ ত্ররঘুনন্দনগণ সহ যে বাসাতে। শ্ৰীগোবিন্দ কবিরাজ নিযুক্ত তাহাতে ॥ বিপ্র বাণীনাথ জিতামিশ্রাদিক ঘরে । সমপিল রামকৃষ্ণ কুমুদ আদিরে ॥ শ্ৰীযদুনন্দন চক্ৰবৰ্ত্ত বাসাস্থানে । নিয়োজিল যত্নে কবিরাজ ভগবানে | আর যে যে বৈষ্ণবগণের বাস যথা । সমৰ্পিল শ্ৰীগোপীরমণ আদি তথা ॥ সৰ্ব্বত্রে যাইয়া সভে করি পরিহার। পৃথক পৃথক করি দিলেন ভাণ্ডার । তথা বহু দ্রব্য তার লেখা নাই দিতে। সদা পরিপূর্ণ কৃষ্ণচৈতন্ত ইচ্ছাতে ॥ শ্ৰীআচার্য, ঠাকুর ঠকুর মহাশয় । প্রেমাবেশে পুনঃ পুনঃ সৰ্ব্বত্র ভ্রময় ॥ জীখেতৰুি গ্রামে মহান্তের আগমন। ইহার শ্রবণে হয় বাঞ্ছিত পূরণ ॥ নিরন্তর এসব শুনহ যত্ন করি । । নরোড়মবিলাস কহয়ে নরহরি ইতি শ্ৰীনরোত্তম বিলসে যন্ঠোবিলাসঃ । « monas "Asiais.