সপ্তম বিলাসন। জয় গৌর নিত্যানন্দাদ্বৈতগণ সহ । এদীন দুঃখিরে প্রভু কর অনুগ্রহ ॥ জয় জয় কৃপার সমুদ্র শ্রোতাগণ । এবে যে কহিয়ে তাহ করহ শ্রবণ ॥ ঐখেতরি গ্রামে মহামহোৎসব প্রথা । সৰ্ব্বদেশ সৰ্ব্বত্র ব্যাপিল এই কথা ॥ কেহ কার প্রতি কহে মহানন্দ মনে । ওহে ভাই কি আশ্চর্য দেখিলু নয়নে। ধরণী মণ্ডলে ধশু শ্ৰীখেতরি গ্রাম। কি অদ্ভুত শোভা যেন আনন্দের ধাম ॥ কি নারী পুরুষ বালবৃদ্ধ তথাকার। বৈষ্ণব দর্শনে নেত্রে ধারা অনিবার। অন্ত বহু বৈষ্ণব আইল খেতরিতে । আপন পাসরি তারা ধায় চারিভিতে ॥ কেহ কহে সে মাধুরী করিয়া দর্শন । , বিধাতার প্রতি মাগে অসংখ্য নয়ন ॥ কেহ কহে তা সভার তেজ সূৰ্য্য সম । বিনাশয়ে জীবের দারুণ তাপ তম ৷ কেহ কহে তা সভার দর্শন কৃপায়। যে না কহে কৃষ্ণ সেহ কৃষ্ণগুণ গায়। কেহ কহে তা সভার অদ্ভুত রীত। পতিত দুঃখীর প্রতি অতিশয় প্রীত ॥ কেহ কতে ঐসন্তোষরাজা ভাগ্যয়াম্। কি অপূৰ্ব্ব তা সভার কৈলা বাসস্থান। কেহ কহে মহা-মহোৎসব আয়োজনে । সদাই উল্লাসে রাজা নিজগণ সনে ॥ কেহ কহে করিলেন যে সব সম্ভার। ভাগ কহিবারে সাধ না হয় আমার I সে সব করেন রাজা হৈয়া সাবধান ৷ কেহ কহে ফাল্গুনের শুক্লাপঞ্চমীতে। কহিলা বাদকগণে বাদ্য আরম্ভিতে ॥ কেহ কহে বাস্থধ্বনি ভেদিল গগন। • গায়র্কেতে গান করে নর্তকে নৰ্ত্তন। কেহ কহে রাজা আজ্ঞা দিলা মালীগণে । নানা পুষ্প আনি চার করিতে সতনে ॥ " কেহ কহে রাজা বহু লোকে সাবঙ্কিতে । আজ্ঞা করিলেন চারুচন্দন ঘষিতে ৷ কেহ কহে সে মহাশয়ের আজ্ঞা পাঞাঁ । অভিষেক দ্রব্য সজ্জা কৈলা হর্ষ হৈয়া | কালি শ্ৰীপূর্ণিমা দিব৷ অপূৰ্ব্ব সময়। জীবিগ্ৰহ ক্রমন্দিরে করিব বিজয় । , কেহ কহে ওহে ভাই কহিতে না পারি। সকল ছাড়িয়া শীঘ্ৰ যাইব খেতরি।
পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৬১
অবয়ব