পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐনরোত্তম-বিলাস। సెt ঐছে চেষ্টা দেখি বিজ্ঞগণ হৰ্ষ হৈলা । র্ত সভারে স্বমধুর বাক্যে সম্বোধিলা। সভাসহ শ্ৰীঈশ্বরী উল্লাস অন্তরে । উত্তরিলা অপূৰ্ব্ব নির্জন বাসাঘরে । ঐগোবিন্দ কবিরাজ পাককৰ্ত্তাগণে । করিলেন নিবেদন যাইতে রন্ধনে ॥ সে সকলে শীঘ্ৰ পাক করি হর্ষ হৈল। কৃষ্ণে ভোগ সমৰ্পিয় ভোগ সরাইল । ঐঈশ্বরী করি অতি সংক্ষেপে রন্ধন । দুগ্ধাদি সহিতে কৃষ্ণে কৈল সমৰ্পণ ॥ ভোগ সরাইয়া সুখে ভুঞ্জিলা ঈশ্বরী। বসিলা আসনে আসি পুনঃ স্নান করি ॥ এথা অতি যত্ন করি পাককর্তাগণ । সৰ্ব্ব মহান্তেরে করাইলেন ভোজন ॥ শ্ৰীঠাকুর মহাশয় আদি সৰ্ব্বজনে। করিল ভোজন পাককৰ্ত্তাগণ সনে ॥ সে দিবস ঈশ্বরীর কি আনন্দ হইল । বড়, গঙ্গাদাসের বিবাহ স্থির কৈল। বিরক্তের শিরোমণি বড়, গঙ্গাদাস। স্বপ্নেও নাহিক যার কোন অভিলাষ ॥ বড়, গঙ্গাদাস অতি সঙ্কোচিত হৈলা। ঈশ্বরীর ইচ্ছামতে বিবাহ করিলা । দিলেন বিবাহ যৈছে জাহ্নবী ঈশ্বরী। গ্রন্থের বাহুল্য ভয়ে বণিতে না পারি। স্বামরাজ নামে ঐ বিগ্রহ মনোহর। কি অপূৰ্ব্ব ভঙ্গিম সে সৰ্ব্বাঙ্গ সুন্দর। তেঁহ স্বপ্নচ্ছলে কণ্ঠে ঈশ্বরীর পাশে । এবে মোরে সমর্পই বড়, গঙ্গাদাসে ॥ স্বপ্নাদেশে ঈশ্বরী পরম হৰ্ষ হৈয়া । বড়, গঙ্গাদাসে দিলা যেবা সমৰ্পিয় ॥ ভোগের নিব্বন্ধ করিলেন সেইক্ষণে । মহামহোৎসব হৈল তার পরদিনে । বড়, গঙ্গাদাস প্রতি নিভৃতে ঈশ্বরী। কহিলেন কি তাহা বুঝিতে না পারি। বড় গঙ্গাদাসে রাখি বুধরি গ্রামেতে । সভাসহ আইলা কণ্টকনগরেতে ॥ শ্ৰীযদুনন্দন আদি আনন্দ হৃদয়ে। আগুলরি আনিলেন প্রভুর আলিয়ে ॥ ভোজন করিয়া প্রভু করিবে শয়ন । হেনকালে অঙ্গনে প্রবেশে সব্বজন ॥ দেখি গৌরচন্দ্রে অতি আনন্দ হিয়ায়। সভাসহ উত্তরিলা পূব্বের বাসায় ৷ ঐঠাকুর মহাশয় আদি সৰ্ব্বজনে। দিলেন অপূৰ্ব্ব বাসা পরম নির্জনে ॥ গঙ্গাস্নান করিতে গেলেন সৰ্ব্বজন । এথা সব সামগ্রীর হৈল আয়োজন | জাজিগ্রামে শীঘ্র এক লোক পাঠাইলা । সভা সহ শ্ৰীআচাৰ্য্য ঠাকুর আইলা ॥ এথা স্নানাদিক ক্রিয়া করি সব্বজন । প্রসাদি মিষ্টান্ন কিছু করিলা ভক্ষণ ॥ | হেনকালে আচাৰ্য্য হইল উপনীত । দেখিয়া সকলে হইলেন উল্লাসিত ।