পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৬ শ্ৰীনিবাস আচার্য্য সভারে প্রশময়ে । সভে প্ৰণমিয়া শ্ৰীনিবাসে আলিঙ্গরে ৷ স্নেহে জিজ্ঞাসিলা শ্ৰীনিৱাসেরে কুশল । শ্ৰীনিবাস কহে শ্ৰীনিবাস সঙ্গেতে ছিলেন মত জন । সভে বন্দিলেন সব্ব মতান্ত চরণ ; সকল মহান্ত যথাযোগ্য ক্রিয় কৈল । মেহাবেশে যৈছে তা বণিতে ন পরিল | এথা পাক কৰ্ত্তাগণ রন্ধন করিলা । কৃষ্ণে ভোগ সমপিয়া ভোগ সরাইল । শ্ৰীঈশ্বর করি শীঘ্র পাক সংক্ষেপেতে । ভুঞ্জাইয় প্রভুকে ভুঞ্জিল বত মতে । পুনঃ স্নান করিয়া কহয়ে সৰ্ব্ব জনে । বেলা অবসান হৈল বৈসহ ভোজনে ৷ শ্ৰীনিবাস আচাৰ্য্যাদি সভারে লইয়। সকল মহন্ত ভুঞ্জিলেন হৰ্ষ ঘ্নৈয় । আচমন করি সভে বসিল আসলে । আচার্য্য গেলেন ঈশ্বরীর দরশনে | ভূমে পড়ি ঈশ্বরী:চরণে প্ৰণমিল । স্নেহাবেশে ঈশ্বরী কুশল জিজ্ঞাসিলা । শ্ৰীনিবাস কহে এই চরণ দর্শনে ।

A †- w - এই দশ’ল মঙ্গল ।

r" সব অকুশল দূরে গেল এতদিনে । শ্ৰীঈশ্বর পুনঃ অতি সুমধুর ভষে । আস্ত্যেপান্ত সকল কহিল৷ শ্ৰীনিবাসে ॥ শ্ৰীনিবাস শুনিলেন উল্লাস হিয়ায় । আইলেন প্রিয় নরোত্তমের বাসাস ॥ " t | i শ্ৰীনরোত্তম-বিলাস। শ্ৰীগোবিন্দ কবিরাজ কহিলেন তাহা । কহিতে কহিলা শ্ৰীগোস্বামী সব যাহা ॥ শুনিয়া আচাৰ্য্য মনে করয়ে বিচার। প্রভুপাদপদ্ম কি দেখিতে পাব তার ॥ রামচন্দ্র কবিরাজ কতক্ষণ পরে । গোপাল বিপদাবলি দিলা আচার্য্যেরে ॥ আচার্য লইলা তক্তা মস্তকে ধরিল । সন্ধা অরিত্রিক শীঘ্ৰ দেখিতে চলিলা ॥ সকল মহন্ত মিলি আইলা প্রাঙ্গণে । হইম পরমানন্দ ত{য়তি দর্শনে ॥ কতক্ষণ করিলেন নাম সংকীৰ্ত্তন । যে আনন্দ হৈল তাই না হয় বর্ণন ॥ শ্রীজাহব। ঈশ্বরী প্রভুর মন্দিরেতে। ইলেন অধৈর্য্য প্রভুর দর্শনেতে ॥ ミ。 ত্বে স্থির তৈয়! কৈল৷ বাসায় গমন । কতক্ষণে গৌরাঙ্গের হুইল শ্ৰীনিবাস চাধে গৈ। মইiন্ত সকল । গেলেন বাসায়’হৈয়। আনন্দে বিহবল ৷ শ্ৰীবৃন্দাবনের কথা কহি কতক্ষণ । হইল অনেক রাত্রি করলা শয়ন ॥ খ্ৰীনিবাস আচার্যাদি গেলেন বাসায় । আচাধা শয়ন কৈল ব্যাকুল ঠিয়ায় । यू শরল { F কিছু নিদ্ৰা হৈলে নিশি অবসান কালে । শ্ৰীগোপাল ভট্ট দেখা দিলা স্বপ্ন ছলে ॥ শ্রীনিবাস লোটাই ভূমিতে পড়িল । নসনেল জলে পাদপদ্ম প্রক্ষালিল ।