পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎿᎭ• শ্ৰীশ্ৰীবামকৃষ্ণভাগবত। কতু কুমুমেব হারে কণ্ঠ বিভূষিত কৰে, ঐরাবত শোভে যেন অজে। ৬৬৪ বমণীয মনোহারী মৃধা সঙ্গীত লহৰী, পরশিল শ্রবণ বিবরে । ৬৬৫ মুগ্ধ হরিণীব মত যুবতী বৰ্মণী যত, অবিবত পুলকে শিহরে। ৬৬৬ চঞ্চল চরণে ধায নুপূব বাজিছে পায, অলক্তক চিকু পথে বহে । ৬৬৭ অগুৰু মাখিয গায কেহ দ্রুত পদে ধায, সুবাস পবনে মিশি বহে। ৬৬৮ দ্রুত পদ সঞ্চাবণে শ্লথ কববী বন্ধনে, খসে পডে মুকুতাব হাব । ৬৬৯ গাগিতে গাঁথিতে মালা দ্রুত ধায কোন বালা, স্তবকে কুসুম খসে তাব। ৬৭০ সমাকঢ় গদাধর দোল মঞ্চ মনোহৰ, কুসুম ভূষণে বিভূষিত | ৬৭১ দোল বৰ্জ্জু আকর্ষণ কবে যত বামাগণ, পুলকিত হৰষিত চিত। ৬৭২ আবিৰ কুঙ্কুম সনে হোলি খেলে নিবজনে, প্রেমানন্দে ভাসিল ধবণী । ৬৭৩ বামীগণ প্রীত মনে বসাইল সযতনে, পদক্সের পার্শ্বেতে রুক্মিণী । ৬৭৪ গদাধব ভাবে ভোলা যেন করে কৃষ্ণ লীলা, কৃষ্ণ প্রেম বিলায গদাই। ৬৭রমণী গোপিনী ভাবে কৃষ্ণ প্রেম অনুভবে, প্রীতি রসে বিহরে সবাই। ৬৭৬