পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশকল্প } পেীগণ্ডলীলাধ্যায়। bچ تو শ্ৰীঅঙ্গে ভাবের রেখা কত ভাব যায দেখা, ভাবেতে ভাবের খেলা হয় । ৬৭৫ ভাবময় গদাধর ভাব-রাজ্যে নিরস্তর, ভাবেতে বিচরে বিশ্বময। ৬৭৬ সঙ্গীত সুধালহরী মন প্রাণ লয় হরি, বামাকণ্ঠে যবে হয গীত।। ৬৭৭ বিভোব সঙ্গীত রাগে শুদ্ধাপ্রীতি অনুরাগে, মাতে সবে গীতে সুললিত। ৬৭৮ সুমধুর মধু মাসে পূর্ণ শশী নীলাকাশে, রাস লীলা হয সমাধান । ৬৭৯ সুন্দর মধুর ভাবে কামিনী লইষ সবে, ব্ৰজ লীলা কবে অবসান । ৬৮e শুনীতানাথ অন্তঃপুরে রমণীব বেশ ধ’রে, গদাপ্ৰৱ সাধে নারী-লীলা । ৬৮১ নাৰী-লীলা সাধনায কাম হয পরাজয, ক্রোধ বিপু হৃদে সম্বৰিলা । ৬৮২ সদা অন্তঃপুবে বাস নারী সনে বস ভাষ, নাবী সনে করে জল খেলা । ৬৮৩ শূন্য কুম্ভ কক্ষে কবি চলে আনিবারে বারি, নিতম্বেতে পবিয মেখলা । ৬৮৪ বস্ত্রে মুখ আবরণ মস্থব গতি গমন, পবিষ্কৃত স্বন্দর ভূষণ । ৬৮৫ কবরী বন্ধন ফুলে বত্ব হার গলে দোলে, হাব ভাৰ নাৰী সুশোভন।। ৬৮৬ অঙ্গে মাখা অঙ্গরাগ চিতে সদা অনুরাগ হাব ভাব চিত্ত বিনোদন । ৬৮৭ 33