পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> o8 4s শ্ৰী শ্রীরামকৃষ্ণকথামৃত । [ 1884, 25th May. উপর বসিয়া আছেন। অধিকাংশই চাতালের নীচে, চতুর্দিকে দাড়াইয়া আছেন। বেল ১টা হইবে । রবিবার, ১৩ই জ্যৈষ্ঠ । শুক্লপ্রতিপদ । ঠাকুরের জন্মদিন ফাল্গুনমাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথি । কিন্তু তাহার হাতে অসুখ বলিয়া এত দিন জন্মোৎসব হয় নাই । এখন অনেকটা সুস্থ হইয় ছেন। তাই আজ ভক্তেরা আনন্দ করিবেন। সহচরী গান গাইবে । সহচরী প্রবীণা হইয়াছেন, কিন্তু প্রসিদ্ধ কীৰ্ত্তনী । মাষ্টার ঠাকুরের ঘরে ঠাকুরকে দেখিতে না পাইয় পঞ্চবটীতে আসিয়া দেখেন যে, ভক্তেরা সহাস্য বদন—আনন্দে অবস্থান করিতেছেন। ঠাকুর বৃক্ষমূলে চাতালের উপর যে বসিয়া আছেন, তিনি দেখেন নাই। অথচ ঠাকুরের ঠিক সম্মুখে আসিয়া দাড়াইয়াছেন । তিনি বাস্ত হইয়া জিজ্ঞাসা করিতেছেন—তিনি কোথা ? এই কথা শুনিয়া সকলে উচ্চ হাস্য করিলেন। হঠাৎ সম্মুখে ঠাকুরকে দর্শন করিয়া, মাষ্টার অপ্রস্তুত হইয় তাহাকে ভূমিষ্ঠ হইয়। প্রণাম করিলেন । দেখিলেন, ঠাকুরের বামদিকে কেদার (চাটুয্যে ) এবং বিজয় ( গোস্বামী ) চাতালের উপর বসিয়া আছেন। ঠাকুর দক্ষিণাস্ত । শ্রীরামকৃষ্ণ (সহস্তে, মাষ্টারের প্রতি ) । দেখ কেমন দু’জনকে ( কেদার ও বিজয়কে ) মিলিয়ে দিয়েছি । - শ্ৰীবৃন্দাবন হইতে মাধবীলতা আনিয়া ঠাকুর পঞ্চবটীতে ১৮৬৮ খৃঃ আবেদ রোপণ করিয়াছিলেন । আজ মাধবী বেশ বড় হইয়াছে । ছোট ছোট ছেলেরা উঠিয়া দুলিতেছে, নাচিতেছে—ঠাকুর আনন্দে দেখিতেছেন ও বলিতেছেন—‘বাদুরে ছানার ভাব ! পড়লে ছাড়ে না।’ সুরেন্দ্র চাতালের নীচে দাড়াইয়া আছেন। ঠাকুর সস্নেহে বলিতেছেন, ‘তুমি উপরে এসো না । এমন টা ( পা মেলা ) বেশ হবে।’ সুরেন্দ্র উপরে গিয়া বসিলেন। ভবনাথ জামা পরিয়া বসিয়াছেন দেখিয়া সুরেন্দ্র বলিতেছেন—“কি হে বিলাতে যাবে না কি ?’ ঠাকুর হাসিতেছেন ও বলিতেছেন—আমাদের বিলাত ঈশ্বরের কাছে । ঠাকুর ভক্তদের সহিত নানা বিষয়ে কথা কহিতেছেন । স্ত্রীরামকৃষ্ণ । আমি মাঝে মাঝে কাপড় ফেলে, আনন্দময় হয়ে