পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

àååtopoliss is 1884, 3rd August. চতুৰ্ণ ভাগ—ষোড়শ খণ্ড ।


عص- حC همه

দক্ষিণেশ্বরমন্দিরে মাষ্টার, রাখাল, লাটু, বলরাম, অধর, শিবপুরভক্তগণ প্রভৃতি সঙ্গে । প্রথম পরিচ্ছেদ । [ শিবপুরভক্তসঙ্গে যোগতত্ত্ব কথা। কুণ্ডলিনী ও ষটুচক্রভেদ । ] ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর-মন্দিরে মধ্যাহ্ন-সেবার পর ভক্তসঙ্গে বসিয়া আছেন। বেলা দুইটা হইবে। রবিবার, ২০ শে শ্রাবণ । শিবপুর হইতে বাউলের দল ও ভবানীপুর হইতে ভক্তের আসিয়াছেন। শ্ৰীযুক্ত রাখাল, লাটু, হরীশ, আজকাল সর্বদাই থাকেন । ঘরে বলরাম, মাষ্টারও আছেন । আজ ৩রা আগষ্ট, ১৮৮৪ ; শ্রাবণ শুক্লাদ্বাদশী ; আজ ঝুলনযাত্রার দ্বিতীয় দিন। গত কল্য ঠাকুর সুরেন্দ্রের বাড়ীতে গিয়াছিলেন,— সেখানে শশধর প্রভৃতি ভক্তেরা তাহাকে দর্শন করিয়াছিলেন । । ঠাকুর শিবপুরের ভক্তদের সম্বোধন করিয়া কথা কহিতেছেন— শ্রীরামকৃষ্ণ (ভক্তদের প্রতি)। কামিনীকাঞ্চনে মন থাকলে ঘোগ হয় না। সাধারণ জীবের মন লিঙ্গ, গুহ্য ও নাভিতে । সাধ্য-সাধনার পর কুলকুণ্ডলিনী জাগ্রত হন। ঈড়া, পিঙ্গলা আর স্বযুম্বা নাড়ী;—সুষুম্নার মধ্যে ছ’টি পদ্ম আছে। সৰ্ব্ব নীচে মূলাধার। তার পর স্বাধিষ্ঠান,মণিপুর, অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞা । এইগুলিকে ষড়চক্র বলে । “কুলকুণ্ডলিনী জাগ্রত হ’লে মূলাধার,স্বাধিষ্ঠান, মণিপুর এই সব পদ্ম ক্রমে পার হয়ে হৃদয়মধ্যে অনাহত পদ্ম- —সেইখানে এসে অবস্থান করে। তখন লিঙ্গ গুহ নাভি থেকে মন সরে গিয়ে, চৈতন্য হয় আর জ্যোতিঃ দর্শন হয়। সাধক অবাক হ’য়ে জ্যোতিঃ দ্যাখে আর বলে “একি !’ ‘একি!” "শ্ৰভুচক্র ভেদ হলে কুণ্ডলিনী সহস্রার পদ্মে গিয়ে মিলিত হন। কুণ্ডলিনী সেখানে গেলে সমাধি হয়।