পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*) 8 o শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ r884, 3rd August. হাজরা। কিন্তু বেচারী সংসারে পড়েছে—কি করে ! কোন্নগর থেকে নবাই চৈতন্য এসেছেন । কিন্তু সংসারী হয়ে লাল কাপড় পরা ! * শ্রীরামকৃষ্ণ । কি বোলব ! আর আমি দেখি, ঈশ্বর নিজেই এই সব মানুষরূপ ধারণ করে রয়েছেন। তখন কারুকে কিছু বলতে পারি না। ঠাকুর আবার ঘরের মধ্যে আসিয়াছেন । হাজরার সহিত নরেন্দ্রের কথা কহিতেছেন । হাজরা—“নরেন্দ্র আবার মোকদ্দমায় পড়েছে।” । স্ত্রীরামকৃষ্ণ। শক্তি মানে না। দেহ ধারণ করলে শক্তি মানতে হয়। হাজরা। বলে, আমি মানলে সকলেই মানবে,—ত কেমন করে মানি। “অত দূর ভাল নয়। এখন শক্তিরই এলাকায় এসেছ । জজ সাহেব পৰ্য্যন্ত যখন সাক্ষী দেয়,তখন তাকে সাক্ষীর বাক্সে নেমে এসে দাড়াতে হয়। ঠাকুর মাষ্টারকে বলিতেছেন—“তোমার সঙ্গে নরেন্দ্রের দেখা হয় নাই ?” - মাষ্টার—“আজ্ঞা, আজ কাল হয় নাই ।” শ্রীরামকৃষ্ণ । একবার দেখা করে না—আর গাড়ী করে আনবে। (হাজরার প্রতি ) । আচ্ছ, এখানকার সঙ্গে কি তার সম্বন্ধ ? হাজরা । আপনার সাহায্য পাবে। শ্রীরামকৃষ্ণ । ভবনাথ ? সংস্কার না থাকলে এখানে এত আসে ? “আচ্ছা, হরীশ, লাটু—কেবল ধ্যান করে ;–উগুনে কি ? হাজরা । হুঁ,কেবল ধ্যান করা কি ?—আপনাকে সেবা করে,সে এক । শ্ৰীরামকৃষ্ণ। হবে - ওরা উঠে গিয়ে আবার কেউ আসবে। [ মণির প্রতি নানা উপদেশ । শ্রীরামকৃষ্ণের সহজাবস্থা । ] হাজরা ঘর হইতে চলিয়া গেলেন। এখনও সন্ধ্যার দেরী আছে । ঠাকুর ঘরে বসিয়া একান্তে মণির সহিত কথা কহিতেছেন । , শ্রীরামকৃষ্ণ (মণির প্রতি ) ৷ আচ্ছ, আমি যা ভাবাবস্থায় বলি, . তাতে লোকের আকর্ষণ হয় ? মণি । আজ্ঞা, খুব হয়। ঐরামকৃষ্ণ । লোকে কি ভাবে ? ভাবাবস্থা দেখলে কিছু বোধ হয় ? : মণি । বোধ হয়, একাধারে জ্ঞান, প্রেম, বৈরাগ্য,—তার উপর সহজাবস্থা । ভিতর দিয়ে কত জাহাজ চলে গেছে, তবু সহজ ! ও অবস্থা , অনেকে বুঝতে পারে না,—দ্র চার জন কিন্তু ঐতেই আকৃষ্ট হয়।