পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৪ - শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত | [1884, 7th September. “ঠিক ঠিক ত্যাগী ভক্ত আর সংসারী ভক্ত অনেক তফাৎ । ঠিক ঠিক সন্ন্যাসী—ঠিক ঠিক ত্যাগী ভক্ত—মৌমাছির মত। মৌমাছি ফুল বই আর কিছুতে বসবে না । মধুপান বই আর কিছু পান করবে না । ংসারী ভক্ত অন্য মাছির মত, সন্দেশেও বসছে, আর পচা ঘায়েও বস্ছে! বেশ ঈশ্বরের ভাবেতে রয়েছে, আবার কামিনীকাঞ্চন লয়ে মত্ত হয়। “ঠিক ঠিক ত্যাগী ভক্ত চাতকের মত । চাতক স্বাতী নক্ষত্রের মেঘের জল বই আর কিছু খাবে না !—সাত সমুদ্র নদী ভরপুর ! সে অস্ত্য জল খাবে না ! কামিনীকাঞ্চন স্পর্শ করবে না । কামিনীকাঞ্চন কাছে রাখবে না, পাছে আসক্তি হয় । SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS পঞ্চম পরিচ্ছেদ । [ চৈতন্যদেব, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও লোকমান্য । ] অধর । চৈতন্যও ভোগ করেছিলেন । শ্রীরামকৃষ্ণ ( চমৎকৃত হইয়া ) । কি ভোগ করেছিলেন ? তাধর । তাত পণ্ডিত ! কত মান । শ্রীরামকৃষ্ণ । অন্যের পক্ষে মান । তার পক্ষে কিছু নয়। “তুমিই তামায় মানে তার নিরঞ্জন মানে, আমার পক্ষে এক—সত্য করে বলছি । একজন টাকা ওয়ালা লোক হাতে থাকবে, এ মনে হয় না । মনমোহন বল্লে—“সুরেন্দ্র বলেছে, রাখাল এর কাছে থাকে—নালিশ চলে । আমি বল্লাম, কেরে স্থরেন্দ্র ? তার সতরঞ্চ আর বালিস এখানে আছে । আর সে টাকা দেয় ? অধর। দশ টাকা করে মাসে বুঝি দেন ? ক্রীরামকৃষ্ণ দশ টাকায় ছমাস হয় । ভক্তের এখানে থাকে— সে ভক্তসেবার জন্য দেয় । সে তার পুণ্য, তামার কি ? আমি যে রাখাল নরেন্দ্র এদের ভালবাসি, সে কি কোন নিজের লাভের জন্য ? মাস্টার । মার ভালবাসার মত । o শ্রীরামকৃষ্ণ । মা তবু চাকরী করে খাওয়াবে বলে অনেকটা করে ।