পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘\D শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । ( 1885, 9th August. বেড়াইতেছেন । ঠাকুর ত্রীরামকৃষ্ণ নিজের ঘরে দক্ষিণপূর্ব বারাণ্ডায় ভূপেন, দ্বিজ, মাষ্টার, প্রভৃতির সহিত আনন্দে কথা কহিতেছেন। ক্রীড়াচ্ছলে ভূপেন ও মাষ্টারের পিঠে চাপড় মারিলেন। দ্বিজকে সহস্যে বলিতেছেন,—“তোর বাপকে কেমন বল্লাম ।” সন্ধার পর দ্বিজের পিতা আবার ঠাকুরের ঘরে আসিলেন । কিয়ৎক্ষণ পরেই বিদায় লইবেন । - দ্বিজের পিতার গরম বোধ হইয়াছে—ঠাকুর নিজে হাতে করিয়া পাখা দিতেছেন । পিতা বিদায় লইলেন—ঠাকুর নিজে উঠিয়া দাড়াইলেন । দ্বিতীয় পরিচ্ছেদ । [ ঠাকুর মুক্তকণ্ঠ । শ্রীরামকৃষ্ণ কি সিদ্ধপুরুষ না অবতার । ] বালি আটট হইয়াছে । ঠাকুর মহিমাচরণের সহিত কথা কহিতেgেন। ঘরে রাখাল, মাস্টার, মহিমাচরণের ছ একটী সঙ্গী,–আছেন। মহিমাচরণ তাজ রাত্রে থাকিবেন । শ্রীরামকৃষ্ণ । আচ্ছা, কেদারকে কেমন দেখছো ?—দুধ দেখেছে না খেয়েছে ? মহিমা । ঠা, আনন্দ ভোগ করছেন । শ্রীরামকৃষ্ণ । নৃত্যগোপাল ? মহিমা । খুব !—বেশ অবস্থা । শ্রীরামকৃষ্ণ । হঁ। আচ্ছা, গিরীশ ঘোষ কেমন হয়েছে ? মহিমা । বেশ হয়েছে । কিন্তু ওদের থাক আলাদা । শ্রীরামকৃষ্ণ । নরেন্দ্র ? মহিমা । আমি পনর বৎসর আগে যা ছিলুম, এ তাই। শ্রীরামকৃষ্ণ । ছোট নরেন ? কেমন সরল ? মহিমা । হা খুব সরল। শ্রীরামকৃষ্ণ । ঠিক বলেছ। (চিন্তা করতে করতে ) আর কে আছে। “যে সব ছোকরা এখানে আসছে, তাদের—দু’টি জিনিষ জানলেই