পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૧br শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত | s 1885, 9th August. [ পূর্বকথা—২২২৩ বছরে প্রথম উন্মাদ ১৮৫৮ খৃঃ। ষট্চত্র ভেদ। ] “কুলকু ণ্ডলিনী ল' জাগলে চৈতন্ম হক্স না । “মূলাধারে কুলকুণ্ডলিনী। চৈতন্য হলে তিনি মুম্বা নাড়ীর মধ্য দিয়ে স্বাধিষ্ঠান, মণিপুর এই সব চক্র ভেদ করে, শেষে শিরোমধ্যে গিয়ে পড়েন। এরি নাম মহাবায়ুর গতি—তবেই শেষে সমাধি হয়। “শুধু পুথি পড়লে চৈতন্য হয় না—তাকে ডাকতে হয়। ব্যাকুল হলে তবে কুলকুণ্ডলিনী জাগেন। শুনে, বই পড়ে, জ্ঞানের কথা !—তাতে কি হবে । “এই অবস্থা যখন হোলো, তার ঠিক আগে আমায় দেখিয়ে দিলে —কিরূপ কুলকুণ্ডলিনীশক্তি জাগরণ হয়ে, ক্রমে ক্রমে সব পদ্মগুলি ফুটে যেতে লাগলো, আর সমাধি হলো । এ অতি গুহ কথা। : দেখলাম, ঠিক আমার মতন বাইশ তেইস বছরের ছোকরা, সুষুম্ন নাড়ীর ভিতর গিয়ে, জিহবা দিয়ে, যোনিরূপ পদ্মের সঙ্গে রমণ করছে ! প্রথমে, গুহ লিঙ্গ নাভি। চতুৰ্দ্দল ষড়দল দশদল পদ্ম সব অধোমুখ হয়েছিল--উদ্ধমুখ হ’ল ! “হৃদয়ে যখন এলে—বেশ মনে পড়ছে – জিহবা দিয়ে রমণ করবার পর দ্বাদশদল অধোমুখপদ্ম উদ্ধমুখ হলো—আর প্রস্ফুটিত হলো ! তার পর কণ্ঠে ষোড়শদল, আর কপালে দ্বিদল । শেষে সহস্রদল পদ্ম প্রস্ফুটিত হলো ! সেই অবধি আমার এই অবস্থা। তৃতীয় পরিচ্ছেদ । [ পূর্বকথা । ঠাকুর মুক্তকণ্ঠ । ঠাকুর সিদ্ধপুরুষ না অবতার ? ] ঈশ্বরের সঙ্গে কথা—মায়াদর্শন—ভক্ত তাসিবার অগ্রে তাদের দর্শন —কেশব সেনকে ভাবাবেশে দর্শন—অখণ্ডসচ্চিদানন্দ দর্শন ও নরেন্দ্র —ও কেদার—প্রথম উন্মাদে জ্যোতিৰ্ম্ময় দেহ—বাবার স্বপ্ন—ন্যাঙটা, ও তিন দিনে সমাধি—মথরের ১৪ বৎসর সেবা ১৮৫৮-৭১–কুঠার উপর ভক্তদের জন্য ব্যাকুলতা—অবিরত সমাধি। সব রকম সাধন ।