পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२b’० àäätobot's [ 1885, 9th August. [স্ত্রীরামকৃষ্ণ,কেশব সেন ও র্তাহার সমাজে হরিনাম ও মায়ের নাম প্রবেশ।] “কেশব সেনের সঙ্গে দেখা হবার আগে, তাকে দেখলাম ! সমাধি অবস্থায় দেখলাম, কেশব সেনল আর তার দল। এক ঘর লোক আমার সামনে বসে রয়েছে। কেশবকে দেখাচ্ছে, যেন একটা ময়ুর তার পাখ বিস্তার করে বসে রয়েছে ! পাখা অর্থাৎ দল বল । কেশবের মাথায় দেখলাম লালমণি । ওটা রজোগুণের চিহ্ন। কেশব শিষ্যদের বলছে—‘ইনি কি বলছেন, তোমরা সব শোনো’ । মাকে বল্লাম, মা এদের ইংরাজী মত,—এদের বলা কেন । তার পর মা বুঝিয়ে দিলে যে, কলিতে এ রকম হবে । তখন এখান থেকে হরিনাম আর মায়ের নাম ওরা নিয়ে গেল । তাই মা কেশবের দল থেকে বিজয়কে নিলে । কিন্তু আদিসমাজে গেল না । (নিজেকে দেখাইয়া) “এর (আমার) ভিতর একটা কিছু আছে । গোপালসেন বলে একটী ছেলে আসতো—অনেক দিন হ’ল । এর ভিতর যিনি আছেন, গোপালের বুকে পা দিলে। সে ভাবে বলতে লগলে, "তোমার এখন দেরী আছে । আমি ঐহিকদের সঙ্গে থাকতে পারছি না,—তার পর 'যাই’ বলে বাড়ী চলে গেল। তার পর শুনলাম দেহত্যাগ করেছে। সেই বোধ হয় নিত্যগোপাল ! “আশ্চৰ্য্য দর্শন সব হয়েছে। অখণ্ড সচিদানন্দ দর্শন ! তার ভিতর দেখছি, মাঝে বেড়া দেওয়া তুই থাক । একধারে কেদার, চুনী, আর আর অনেক সাকারবাদী ভক্ত ৷ বেড়ার তার এক ধারে টকটকে লাল সুরকীর কঁাড়ির মত জ্যোতিঃ । তার মধ্যে বসে নরেন্দ্র !—সমাধিস্থ ! “ধ্যানস্থ দেখে বল্লুম, ও নরেন্দ্র !" একটু চোখ চাইলে –বুঝলুম ওই একরূপে সিমলেতে কায়েতের ছেলে হয়ে আছে !—তখন বল্লাম, ‘মা, ওকে মায়ায় বদ্ধ কর!—ত না হলে সমাধিস্থ হয়ে দেহত্যাগ করবে !— কেদার সাকারবাদী, উকি মেরে দেখে শিউরে উঠে পলালো ! “তাই ভাবি এর (নিজের ) ভিতর মা স্বয়ং ভক্ত লয়ে লীলা