পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀԵ 8 শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [1885, Ioth August. একজন ভূক্তের জাগরণ অবস্থায় দৰ্শন-কথা শুনিয়া বলিতেছেন— “ত আশ্চৰ্য্য কি ! আজি কাল নরেভদ্র ও ঈশ্বরীয় রূপ দেখে !" মহিমাচরণ প্রাতঃকৃত্য সমাপন করিয়া, ঠাকুরবাড়ীর প্রাঙ্গণের পশ্চিম দিকের শিবের মন্দিরে গিয়া, নির্জনে বেদমন্ত্র উচ্চারণ করিতেছেন। বেলা আটটা হইয়াছে। মণি গঙ্গাস্নান করিয়া ঠাকুরের কাছে আসিলেন। শোকাতুর ব্রাহ্মণী’ও দর্শন করিতে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ (ব্রাহ্মণীর প্রতি ) ৷ একে কিছু প্রসাদ খেতে দাও তে গা ; লুচি টুচি। তাকের উপর আছে। ব্রাহ্মণী । আপনি আগে খান । তার পর উনি প্রসাদ পাবেন । শ্রীরামকৃষ্ণ । তুমি আগে জগন্নাথের আর্টুকে খাও, তার পর প্রসাদ । প্রসাদ পাইয়া মণি শিবমন্দিরে শিব দর্শন করিয়া ঠাকুরের কাছে আবার আসিলেন ও প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিতেছেন । শ্রীরামকৃষ্ণ (সস্নেহে )। তুমি এসো। আবার কাজে যেতে হবে। চতুৰ্থ ভাগ—পপ্ৰণ্ডলিংশ প্ৰণ্ড । =-ബ ঠাকুর শীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরমন্দিরে রাখাল, মাষ্টার, পণ্ডিত শু্যামাপদ প্রভূতি ভক্তসঙ্গে । প্রথম পরিচ্ছেদ । সমাধিমন্দিরে । পণ্ডিত শ্বামাপদের প্রতি কৃপা । স্ত্রীরামকৃষ্ণ দু একটা ভক্তসঙ্গে ঘরে বসিয়া আছেন। অপরাহ্ল পাঁচটা ; বৃহস্পতিবার,১২ই ভাদ্র, শ্রাবণ কৃষ্ণ দ্বিতীয়,২৭আগষ্ট,১৮৮৫। ঠাকুরের অমুখের সূত্রপাত হইয়াছে। তথাপি ভক্তের কেহ আসিলে শরীরকে শরীর জ্ঞান করেন না । হয়ত সমস্ত দিন তাহদের লইয়া কথা কহিতেছেন,—কখনও বা গান করিতেছেন ।