পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা শ্যামপুকুর। ডাক্তার সরকার প্রভৃতি ভক্তসঙ্গে। ৩১১ এক জন বলেছিল-—আমার মামার বাড়ীতে এক গোয়াল ঘোড়া আছে ? গোয়ালে আবার ঘোড়া ! ( সকলের হাস্য )। তাতে বুঝতে হবে ঘোড়া নাই ! - ডাক্তার (সহস্তে )। গরু ও নাই । ( সকলের হাস্য । ) ভক্তদের মধ্যে র্যাহারা ভাববিষ্ট হইয়াছিলেন, সকলে প্রকৃতিস্থ হইয়াছেন। ভক্তদের দেখিয়া ডাক্তার আনন্দ করিতেছেন । মাষ্টারকে জিজ্ঞাসা করিতেছেন, ‘ইনি কে ইনি কে” । পণ্ট, ছোট নরেন, ভূপতি, শরৎ, শশী প্রভৃতি ছোকর ভক্তদিগকে মাস্টার এক একটা করিয়া দেখাইয়া ডাক্তারের কাছে পরিচয় দিতেছেন । শ্ৰীযুক্ত শশী * সম্বন্ধে মাষ্টার বলিতেছেন—‘ইনি বি, এ ( B A. ) পরীক্ষা দিবেন।”—ডাক্তার একটু অন্যমনস্ক হইয়াছিলেন । শ্রীরামকৃষ্ণ (ডাক্তারের প্রতি)। দ্যাখে গো ! ইনি কি বলছেন। ডাক্তার শশীর পরিচয় শুনিলেন । শ্ৰীরামকৃষ্ণ (মাষ্টারকে দেখাইয়া, ডাক্তারের প্রতি ) ৷ ইনি সব ইকুলের ছেলেদের উপদেশ দেন । ডাক্তার। তা শুনেছি। শ্রীরামকৃষ্ণ । কি আশ্চর্যা, আমি মূখ !—তবু লেখাপড়া-ওয়ালার এখানে আসে, এ কি আশ্চৰ্য্য ! এতে ত বলতে হবে ঈশ্বরের খেলা ! আজ কোজাগর পূর্ণিমা। রাত প্রায় নয়টা হইবে। ডাক্তার ছয়ট হইতে বসিয়া আছেন ও এই সকল ব্যাপার দেখিতেছেন। গিরীশ (ডাক্তারের প্রতি) । আচ্ছ, মশায়, এ রকম কি আপনার হয় ? –এখানে আসবো না আসবে। না করছি,–যেন কে টেনে আনে । —আমার নাকি হয়েছে, তাই বলছি । ডাক্তার। তা এমন বোধ হয় না । তবে heartএর (হৃদয়ের) কথা heartষ্ট ( হৃদয়ই ) জানে। ( শ্রীরামকৃষ্ণের প্রতি ) আর এ সব বলাও কিছু নয় । - শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত চতুর্থভাগ, সপ্তবিংশখণ্ডে, কোজাগার পূর্ণিমা দিনে, শ্যামপুকুরে ভক্তসঙ্গ কথা সমাপ্ত। শশী ১৮৮৪ খৃঃ জীরামকুককে প্রথম দৰ্শন করেন। । - - * - - - - -oo