পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"లివby §§§footo [1885, 23rd December. হচ্ছে —‘বিদ্যার আমি পর্য্যন্ত থাকছে না । শ্রীরামকৃষ্ণ । হা, লোকশিক্ষা বন্ধ হচ্ছে—আর বলতে পারি না । সব রামমন্ত্ৰ দেখছি !—এক একবার মনে হয়, কাকে মুর বলব ! ছাখো না,—এই বাড়ী ভাড়া হয়েছে বলে, কত রকম ভক্ত আসছে। “কৃষ্ণপ্রসন্ন সেনাবা শশধরের মত অনাইল বোর্ড ত হবে না,— ‘অমুক সময় লেকচার হইবে ? (ঠাকুরের ও মাষ্টারের হাস্য । ) মাষ্টার। আর একটা উদ্দেশ্য, লোক বাছা। পাঁচ বছরে তপস্যা করে যা না হতো, এই কয় দিনে ভক্তদের তা হয়েছে । সাধন, প্রেম, ভক্তি । - শ্রীরামকৃষ্ণ । হা, তা হলো বটে। এই নিরঞ্জন বাড়ী গিছলো । ( নিরঞ্জনের প্রতি) তুই বল দেখি কি রকম বোধ হয়। নিরঞ্জন। আজ্ঞে, আগে ভালবাস ছিল বটে,-–কিন্তু এখন ছেড়ে থাকতে পারবার যো নাই ! মাষ্টার । আমি এক দিন দেখেছিলাম, এরা কত বড় লোক ! শ্রীরামকৃষ্ণ । কোথায় ? মাস্টার । আজ্ঞা, এক পাশে দাড়িয়ে শ্যামপুকুরের বাড়ীতে দেখেছিলাম। বোধ হোলো, এরা এক এক জন কত বিল্প বাধা ঠেলে ওখানে এসে বসে রয়েছে—সেবার জন্য । সমাধিমন্দিরে । আশ্চৰ্য্য অবস্থা । নিরাকার । অন্তরঙ্গ নির্ববাচন । ] এই কথা শুনিতে শুনিতে ঠাকুর ভাববিষ্ট হইতেছেন। কিয়ৎক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন । সমাধিস্থ ! ভাবের উপশম হইলে মাষ্টারকে বলিতেছেন—“দেখলাম, BBBD BBB BD DDDBBBB BBBB SBB BBS কথা বলতে ইচ্ছা যাচ্ছে কিন্তু পারছি না। “আচ্ছ, ঐ নিরাকারে ঝোঁক, ওটা কেবল লয় হবার জন্য ; না ? মাষ্টার (অবাক হইয়া ) । আজ্ঞ, তাই হবে । শ্রীরামকৃষ্ণ। এখনও দেখছি নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ এই রকম করে রয়েছে ! * * * কিন্তু চাপলাম খুব কষ্টে ।