পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७8२ àäätsgotiss I [1887, 21st February. চতুথ ভাগ—বজ্ঞাছেল গল্প অণ্ড । নরেন্দ্র, রাখাল প্রভৃতি মঠের ভাইদের ৮ শিবরাত্রি ব্রত। প্রথম পরিচ্ছেদ । বরাহনগর মঠ। শ্ৰীযুক্ত নরেন্দ্র, রাখাল প্রভৃতি আজ 9 শিবরাত্রির উপবাস করিয়া আছেন। দুই দিন পরে ঠাকুরের জন্মতিথিপূজা হইবে। বরাহনগর মঠ সবে পাঁচ মাস স্থাপিত হইয়াছে । ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিত্যধামে বেশী দিন যান নাই। নরেন্দ্র, রাখাল প্রভৃতি ভক্তদের তীব্র বৈরাগ্য। এক দিন রাখলের পিতা বাড়ী ফিরিয়া যাইবার জন্য রাখালকে অনুরোধ করিতে আসিয়াছিলেন । রাখাল বলিলেন, “কেন আপনারা কষ্ট করে আসেন! আমি এখানে বেশ আছি। এখন আশীৰ্ব্বাদ করুন, যেন আপনার আমায় ভুলে যান, আর আমি আপনাদের ভুলে যাই ।” সকলেরই তীব্র বৈরাগ্য ! সৰ্ব্বদা সাধন ভজন লইয়া আছেন। এক উদ্দেশ্য—কিসেন ভগবান দর্শন হজ্জ । নরেন্দ্রাদি ভক্তেরা কখনও জপ ধ্যান করেন, কখনও শাস্ত্রপাঠ করেন। নরেন্দ্র বলেন, ‘গীতায় ভগবান যে নিষ্কাম কৰ্ম্ম করতে বলেন, —সে পূজা, জপ, ধ্যান এই সব কৰ্ম্ম—অন্য কৰ্ম্ম নহে ।” আজ সকালে নরেন্দ্র কলিকাতায় আসিয়াছেন । বাটীর মোকদ্দমার তদ্বির করিতে হইতেছে । আদালতে সাক্ষী দিতে হয় । মাষ্টার বেলা নয়টার সময় মঠে উপনীত হইয়াছেন । দানাদের ঘরে প্রবেশ করিলে পর, তাহাকে দেখিয়া শ্ৰীযুক্ত তারক আনন্দে শিবের গান ধরিলেন—“ত থৈয়া তা থৈয়া নাচে ভোলা ! তাহার গানের সহিত রাখালও যোগ দিলেন। আর গান গাহিয়৷ দুইজনেই নৃত্য করিতেছেন। এই গান নরেন্দ্ৰ সবে বাধিয়াছেন।

  • ত খৈয় তা থৈৱ নাচে ভোলা, বববম বাজে গাল । ডিমি ডিমি ডিমি ডমরু বাজে, দুলিছে কপাল-মাল ॥ hগরজে গঙ্গা জটা মাঝে, উগরে অনল ত্রিশূল রাজে ।

ধকধক ধক মৌলি বন্ধ, জ্বলে শশাঙ্ক ভাল ॥