পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । [1883, 30th December. শ্রীরামকৃষ্ণ । এ সব তোমার কিরূপ বোধ হয় ? বেদান্তবাদী সাধু । এ সব স্বপ্লবৎ। । শ্রীরামকৃষ্ণ । ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা ? আচ্ছ জী, ব্রহ্ম কিরূপ ? সাধু। শব্দই ব্রহ্ম । অনাহত শব্দ । শ্রীরামকৃষ্ণ । কিন্তু জী শব্দের প্রতিপাদ্য একটা আছেন। কেমন ? সাধু। বাচ্য * ঐ হায়, বাচক ঐ হায় । এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন । স্থির,— চিত্রাপিতের ন্যায় বসিয়া আছেন । সাধু ও ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের এই সমাধি-অবস্থা দেখিতেছেন । কেদার সাধুকে বলিতেছেন, ‘এই দেখো জী ! ইস্কে সমাধি বোলতা হ্যায়।’ * সাধু গ্রন্থেই সমাধির কথা পড়িয়াছেন, সমাধি কখনও দেখেন নাই। ঠাকুর একটু একটু প্রকৃতিস্থ হইতেছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন । ‘ম, ভাল হব—বেহু'স করিস নে—সাধুর সঙ্গে সচ্চিদানন্দের কথা ক’ব -—ম, সচ্চিদানন্দের কথা নিয়ে বিলাস করবো ? সাধু অবাক হইয়া দেখিতেছেন ও এই সকল কথা শুনিতেছেন। এইবার ঠাকুর সাধুর সহিত কথা কহিতেছেন—বলিতেছেন,—‘আব, সোহহং উড়ায়ে দেও ! আব, হাম তোম ;—বিলাস ! ( অর্থাৎ এখন সোহহং—সেই আমি উড়িয়ে দাও ;–এখন “আমি তুমি’)। যতক্ষণ আমি তুমি রয়েছে ততক্ষণ মাও আছেন—এস র্তাকে নিয়ে আনন্দ করা যাক । এই কথা কি ঠাকুর বলিতেছেন ? কিছুক্ষণ কথাবাৰ্ত্তার পর ঠাকুর পঞ্চবটী মধ্যে বেড়াইতেছেন,— সঙ্গে রাম, কেদার, মাস্টার প্রভৃতি। ["ন্ত্রীরামকৃষ্ণের কেদারের প্রতি উপদেশ। সংসার ত্যাগ। ] শ্রীরামকৃষ্ণ (সহাস্তে )। সাধুটীকে কি রকম দেখলে ? কেদার । শুষ্ক জ্ঞান ! সবে হাড়ি চড়েছে,—এখনও চাল চড়ে নাই । স্ত্রীরামকৃষ্ণ । তা বটে, কিন্তু ত্যাগী। সংসার ক্ষে ত্যাগ করেছে,সেন আলেকট। এ গিয়েছে । • ‘বাচ্যবাচকভেদেন ত্বমেব পরমেশ্বর। অধ্যাত্মরামায়ণ