পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮼb~ - শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [1884, 5th January. কাটা । মন সেই নীচের কাটা। পাছে উপরের কাটা ( ঈশ্বর ) থেকে মন বিমুখ হয়, সদাই আতঙ্ক ! এক জন আবার শূল হাতে সদাই কাছে বসে থাকৃত –ভয় দেখালে, নীচের কাটা উপরের কাটা থেকে তফাৎ হলেই এর বাড়ি মারবে ! - “কিন্তু কামিনীকাঞ্চনত্যাগ না হলে হবে না । আমি তিন ত্যাগ করেছিলাম—জমিন, জরু, টাকা ঃ রঘুবীরের নামের জমি ওদেশে রেজেষ্ট্রী কৰ্বে গিয়াছিলাম। আমায় সই কৰ্বে বল্লে, আমি সই করলুম না। “আমার জমি বলে তো বোধ নাই। কেশব সেনের গুরু বলে খুব আদর করেছিল । আম এনে দিলে,—তা বাড়ী নিয়ে যাবার যো নাই । সন্ন্যাসীর সঞ্চয় করতে নাই । “ত্যাগ না হলে কেমন করে তাকে লাভ করা যাবে ? যদি একটা জিনিষের পর আর একটা জিনিষ থাকে, তা হলে প্রথম জিনিষটাকে না সরালে, কেমন করে আর একটা জিনিষ পাবে ? “নিস্কাম হয়ে তাকে ডাকতে হয় । তবে সকাম ভজন করতে করতে নিষ্কাম হয় । ধ্রুব রাজ্যের জন্য তপস্যা করেছিলেন, কিন্তু ভগবানকে পেয়েছিলেন । বলেছিলেন, “যদি কঁচি কুড়তে এসে কেউ কাঞ্চন পায়, তা ছাড়বে কেন ? [ দয়, দানাদি ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ । চৈতন্যদেবের দান । ] “সনতত্ত্বগুণ এলে তবে তাকে লাভ করা যায় । “দানাদি কৰ্ম্ম সংসারী লোকের প্রায সকামই হয়,-—সে ভাল না । তবে নিষ্কাম করলে ভাল। কিন্তু নিষ্কাম করা বড় কঠিন । “সাক্ষাৎকার হলে ঈশ্বরের কাছে কি প্রার্থনা করবে যে ‘আমি কতকগুলো পুকুর, রাস্তা, ঘাট, ডিসপেন্সেরি, হাসপাতাল, এই সব করবো, ঠাকুর আমায় বর দাও । তার সাক্ষাৎকার হলে ওসব বাসনা এক পাশে পড়ে থাকে ।

  • ভিক্ষুঃ সৌবর্ণদীনাং নৈব পরিগ্রহেৎ । ( পরমহংসোপনিষৎ । )

যক্ষাদুভিক্ষুহিরণ্যং রসেন দৃষ্টং চ স ব্ৰহ্মহা ভবেৎ। যক্ষাদুভিক্ষুহিরণ্যং রসেন স্পৃষ্টং চ স পৌস্কসে ভবেৎ। যক্ষাদুভিক্ষুহিরণ্যং রসেন গ্রাহং চ স আত্মহা ভবেৎ। তন্মাদুভিক্ষুৰ্হিরণ্যং রসেন ন দৃষ্ট্রঞ্চ স্পৃষ্ঠঞ্চ ন গ্রাহঞ্চ ।