পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১.৬ গ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ ( ১৮৮৪, ৩০শে জু গান—খামান কি সবাই পায়, । অবোধ মন বোঝে না একি দায় । শিবেরই অসাধ্য সাধন মন মজান রাঙ্গা পায় ॥ ঠাকুরের ভাবাবস্থা একটু কম পড়িয়াছে। র্তাহার গান থামিল । একটু চুপ করিয়া আছেন। ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন। পণ্ডিত গান শুনিয়া মোহিত হইয়াছেন । তিনি অতি বিনীতভাবে ঠাকুরকে বলিতেছেন—“আবার গান হবে কি ?” ঠাকুর একটু পরেই আবার গান গাহিতেছেন— শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখান উড়িতেছিল, কলুষের কুবাতাস পেয়ে গোপ্ত খেয়ে পড়ে গেল । [ দ্বিতীয় ভাগ—৩৩ গান—এবার আমি ভাল ভেবেছি । ভাল ভাবীর কাছে ভাব শিখেছি । যে দেশে রজনী নাই মা সেই দেশের এক লোক পেয়েছি। আমি কিবা দিবা কিবা সন্ধ্যা সন্ধ্যাকে বন্ধ্যা করেছি। গান—অভয় পদে প্রাণ সঁপেছি। আমি আর কি যমের ভয় রেখেছি। । কালী নাম মহামন্ত্র আত্মশিরশিখায় বেঁধেছি। (আমি) দেহ বেচে ভবের হাটে, শ্ৰীদুৰ্গা নাম কিনে এনেছি। “দুর্গানাম কিনে এনেছি" এই কথা শুনিয়া পণ্ডিত অশ্রুবারি বিসর্জন করিতেছেন । ঠাকুর আবার গাহিতেছেন—