পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্ৰথম পরিচ্ছেদ অন্তরঙ্গসঙ্গে বসু বলরাম মন্দিরে বেলা তিনটা অনেকক্ষণ বাজিয়াছে। চৈত্র মাস, প্রচণ্ড রৌদ্র। শ্রীরামকৃষ্ণ দুই একটি ভক্তসঙ্গে বলরামের বৈঠকখানায় বসিয়াআছেন। । মাষ্টারের সহিত কথা কহিতেছেন। আজ ৬ই এপ্রিল সোমবার ১৮৮৫, ২৫শে চৈত্র, কৃষ্ণ সপ্তমী । ঠাকুর কলিকাতায় ভক্তমন্দিরে আসিয়াছেন। সাঙ্গোপাঙ্গদিগকে দেখিবেন ও নিমু গোস্বামীর গলিতে দেবেন্দ্রর বাড়িতে যাইবেন । , [ সত্যকথা ও শ্রীরামকৃষ্ণ—ছোট নরেন, বাবুরাম, পূর্ণ । ঠাকুর ঈশ্বরপ্রেমে দিবানিশি মাতোয়ার হইয়া আছেন। অনুক্ষণ ভাববিষ্ট বা সমাধিস্থ। বহির্জগতে মন আদৌ নাই। কেবল অন্তরঙ্গের যত দিন না আপনাদের জানিতে পারেন, ততদিন তাহাদের জন্য । ব্যাকুল,—বাপ মা যেমন অক্ষম ছেলেদের জন্য ব্যাকুল, আর ভাবেন । কেমন করে এরা মানুষ হবে। অথবা পাখি যেমন শাবকদের লালন । পালন করিবার জন্য ব্যাকুল । স্ত্রীরামকৃষ্ণ*(মাষ্টারের প্রতি)—ব’লে ফেলেছি, তিনটের সময় যাব, তাই আসছি। কিন্তু ভারী ধূপ ৷ মাষ্টার-আজ্ঞে ই, আপনার বড় কষ্ট হয়েছে। ভক্তের ঠাকুরকে হাওয়া করিতেছেন। ।