পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- - r هسسس-س -سنند. . . . . . . . جو " : ১৮২ খ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত—ওয়ভাগ ( ১৮৮৫৭ই তারক প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন । । - . . . sa . ঠাকুর ছোট খাটটিতে শুইয়া আছেন—যেন ভারকের জন্য ভাবছেন। হঠাৎ মাষ্টারকে বলিতেছেন—এদের জন্য আমি এত ব্যাকুল কেন ? : মাষ্টার চুপ করিয়া আছেন-যেন কি উত্তর দিবেন, ভাবিতেছেন। ঠাকুর আবার জিজ্ঞাসা করিতেছেন, আর বলিতেছেন, “বল না।” এদিকে মোহিনীমোহনের পরিবার ঠাকুরের ঘরে আসিয়া প্রণাম করিয়া একপাশে বসিয়া আছেন। ঠাকুর তারকের সঙ্গীর কথা মাষ্টারকে বলিতেছেন। । . স্ত্রীরামকৃষ্ণ-তারক কেন ওটাকে সঙ্গে করে আনলে ? মাষ্টার—বোধ হয় রাস্তার সঙ্গী। অনেকটা পথ, তাই একজনকে সঙ্গে করে এনেছে । । - এই কথার মধ্যে ঠাকুর হঠাৎ মোহিনীর পরিবারকে সম্বোধন ক’রে বলছেন,—“অপঘাত মৃত্যু হ’লে প্রেতনী হয়। সাবধান! মনকে বুঝাবে! এত শুনে দেখে শেষ কালে কি এই হ’লে ” f মোহিনী এইবার বিদায় গ্রহণ করিতেছেন। ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্ৰণাম করিতেছেন। পরিবারও ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর তাহার ঘরের মধ্যে উত্তর দিকের দরজার কাছে দাড়াইয়াছেন। পরিবার মাথায় কাপড় দিয়া ঠাকুরকে আস্তে আস্তে কি বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ–এখানে থাকবে ? পরিবার—এসে কিছুদিন থাকবো। নহবতে মা আছেন তার কাছে? স্ত্রীরামকৃষ্ণ—তা বেশ। তা তুমি যে বলে—মরবার কথা—তাই ভয় হয়। আবার পাশে গঙ্গা ! -