পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐরামকৃষ্ণ কলিকাতায় বস্তু-বলরাম মন্দিরে ২৩৫ পল্ট (নরেন্দ্রের প্রতি, সহাস্তে )—অনাদি কি দরকার ? অমর | হতে গেলে অনন্ত হওয়া দরকার। শ্রীরামকৃষ্ণ (সহাস্তে )– নরেন্দ্র উকিলের ছেলে, পণ্ট, ডেপুটির ছেলে। (সকলের হাস্য )। সকলে একটু চুপ করিয়া আছেন। যোগীন ( গিরিশাদি ভক্তদের প্রতি সহাস্তে )—নরেন্দ্রের কথা ইনি ( ঠাকুর ) আর লন না । স্ত্রীরামকৃষ্ণ (সহাস্তে)—আমি একদিন বলছিলাম, চাতক আকাশের জল ছাড়া আর কিছু খায় না। নরেন্দ্র বললে, চাতক এ জলও খায়। তখন মাকে বললুম, মা, এ সব কথা কি মিথ্যা হয়ে গেল ! ভারী ভাবনা হ’ল । একদিন আবার নরেন্দ্র এসেছে। ঘরের ভিতর কতকগুলি পাখি উড়ছিল দেখে বলে উঠল, “ঐ ! ঐ ! আমি বললাম, কি ? ও বললে, ঐ চাতক ! ঐ চাতক ! দেখি কতকগুলো চামচিকে ! সেই থেকে ওর কথা আর লই না । ( সকলের হাস্য )। [ ঈশ্বর-রূপ দৰ্শন কি মনের ভুল ? ] স্ত্রীরামকৃষ্ণ—যত্ন মল্লিকের বাগানে নরেন্দ্র বললে, তুমি ঈশ্বরের রূপ-টুপ যা দেখ, ও মনের ভুল। তখন অবাক হ’য়ে ওকে বললাম, কথা কয় যে রে 1 নরেন্দ্র বললে, ও অমন হয়। তখন মার কাছে এসে কাদতে লাগলাম ! বললাম, মা একি হ’লে ! এ সব কি মিছে ? নরেন্দ্র এমন কথা বললে। তখন দেখিয়ে দিলে—চৈতন্য—অখণ্ড চৈতন্য— চৈতন্যময় রূপ । আর বললে, “এ সব কথা মেলে কেমন ক’রে যদি মিথ্যা হবে!' তখন বলেছিলাম, শালা, তুই আমায় অবিশ্বাস ক’রে দিছলি! তুই আর আসি নাই!