পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫৪ খ্রীরামকৃষ্ণকথামৃত-৩য় ভাগ [ ১৮৮৫, ১৩ই জুন | এই সব বেশী খাওয়া হয়েছিল। তাই গলায় বিচি হয়েছে। গয়ারে । এমন বিশ্ৰী গন্ধ দেখি নাই । . . ." “মাকে বলেছি, মা ! ভাল ক'রে দাও, আর কুলপি খাব না | "তার পর আবার বলেছি, বরফও খাব না । [ শ্রীরামকৃষ্ণ ও সত্য কথা—তাহার জ্ঞানী ও ভক্তের অবস্থা ] “মাকে যেকালে বলেছি খাব না? আর খাওয়া হবে না। তবে এমন হঠাৎ ভুল হয়ে যায়। বলেছিলাম, রবিবারে মাছ খাব না। এখন একদিন ভুলে খেয়ে ফেলেছি। - কিন্তু জেনে শুনে হবার যো নাই । সেদিন গাড় নিয়ে এক জনকে ঝউতলার দিকে আসতে বললুম। এখন সে বাহে গিছল, তাই আর একজন নিয়ে এসেছিল । আমি বাহে ক'রে এসে দেখি যে, আর একজন গাড় নিয়ে দাড়িয়ে আছে। সে গাড়ীর জল নিতে পারলুম না। কি করি ? মাটি দিয়ে দাড়িয়ে রইলুম-যতক্ষণ না সে এসে জল দিলে। “মার পাদপদ্মে ফুল দিয়ে যখন সব ত্যাগ করতে লাগলাম, তখন বলতে লুগেলাম, ‘ম ! এই লও তোমার শুচি, এই লও তোমার অশুচি ; এই লও তোমার ধৰ্ম্ম, এই লও তোমার অধৰ্ম্ম ; এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য ; এই লও তোমার ভাল, এই লও তোমার মন্দ ; —আমায় শুদ্ধা ভক্তি দাও । কিন্তু এই লও তোমার সত্য, এই লও তোমার মিথ্যা—এ কথা বলতে পারলাম না।” । একজন ভক্ত বরফ আনিয়াছেন। ঠাকুর পুনঃ পুনঃ মাষ্টারকে জিজ্ঞাসা করিতেছেন, "হাগা, খাব কি ?” মাষ্টার বিনীতভাবে বলিতেছেন, “আজ্ঞা, তবে মার সঙ্গে পরামর্শ না করে খাবেন না ।”