পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> & g শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ ১৮৮২, ৫ই আগষ্ট “সমাধিস্থ হ'লে ব্ৰহ্মজ্ঞান হয় ; ব্রহ্মদর্শন হয়—সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায়, মহিষ চুপ হয়ে যায়। ব্ৰহ্ম কি বস্তু মুখে বল্বার শক্তি থাকে না । । \"লুশের_ছবি (লবণ_পুত্তলিকা) সমুদ্র_আপতে গিছলো। ( সকলের হাস্য )। কত গভীর জল তাই খপর দেবে। খপর দেওয়া - আর হল না। যাই নাম অমনি গলে যাওয়া। কে আর খপর t باید همینطقه به دهلنخاع به مدت ده ماهه به تP سن مسعصمسامحه "

একজন প্রশ্ন করিলেন, “সমাধিস্থ ব্যক্তি, র্যাহার ব্ৰহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না ?” . শ্রীরামকৃষ্ণ ( বিদ্যাসাগরাদির প্রতি )—-শঙ্করাচার্য্য লোক শিক্ষার জন্য বিষ্ঠার ‘আমি রেখেছিলেন । ব্ৰহ্মদর্শন হ’লে মানুষ চুপ হ'য়ে যায়। যতক্ষণ দর্শন না হয়, ততক্ষণই বিচার। ঘি কাচ যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি। পাকা ঘির কোন শব্দ থাকে না । কিন্তু যখন পাক ঘিয়ে আবার কাচ লুচি পড়ে—তখন আর একবার ছ্যাক্ কল কল করে। যখন কাচ লুচিকে পাকা করে, তখন আবার চুপ হয়ে যায়। তেমনি সমাধিস্থ পুরুষ লোকশিক্ষা দিবার জন্য আবার নেমে আসে, আবার কথা কয়। “যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভন ভন্‌ করে । ফুলে বসে মধু পান করতে আরম্ভ ক’বলৈ চুপ হয়ে যায়। মধুপান করুবার পর মাতাল হয়ে আবার কখনও কখনও গুণ গুণ করে। “পুকুরে কলসীতে জল ভরবার সময় ভক্‌ ভক শব্দ হয়। পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না। (সকলের হাস্য )। তবে আর এক কলসীতে যদি ঢাল ঢালি হয় তা হলে আবার শব্দ হয়।” (হাস্য )। . به .. يُشك معاجي " له، - - - 11\ v . so-" " تیره طبا SAA AMMS C MAAAS S ASASASA AAAA SAAAAA SAAAAAS AAASASASS • ,--------, -, - “. . . . . . .