পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বরে পণ্ডিতজী, কাপ্তেন, নরেন্দ্র প্রভৃতি ভক্তসঙ্গে ২৭৭ পড়লে কত জিনিস পুড়ে যায়। কিন্তু ঘরের ভিতর ছায়া, সেখানে । আতস কাচ লয়ে গেলে ওটি হয় না। ঘর ত্যাগ করে বাহিরে এসে । দাড়াতে হয় । - [ ঈশ্বর লাভের পর সংসার—জনকাদির ] “তবে জ্ঞান লাভের পর কেউ সংসারে থাকে। তার ঘর-বার দুইই দেখতে পায় । জ্ঞানের আলো সংসারের ভিতর পড়ে, তাই তারা ভাল, মন্দ, নিত্য, অনিত্য,—এ সব সে আলোতে দেখতে পায় । “যারা অজ্ঞান, ঈশ্বরকে মানে না, অথচ সংসারে আছে, তারা যেন মাটির ঘরের ভিতর বাস করে। ক্ষীণ আলোতে শুধু ঘরের ভিতরটি দেখতে পায় ! কিন্তু যারা জ্ঞান লাভ করেছে, ঈশ্বরকে জেনেছে, তারপর সংসারে আছে, তারা যেন শাসির ঘরের ভিতর বাস করে । ঘরের ভিতরও দেখতে পায়, ঘরের বাহিরের জিনিসও দেখতে পায় । জ্ঞান-সুৰ্য্যের আলো ঘরের ভিতরে খুব প্রবেশ করে। সে ব্যক্তি ঘরের ভিতরের জিনিস খুব স্পষ্টরূপে দেখতে পায়,—কোনটি ভাল, কোনটি মন্দ, কোনটি নিত্য, কোনটি অনিত্য। “ঈশ্বরই ধৰ্ব আর সব তার যন্ত্রস্বরূপ । “তাই জ্ঞানীরও অহঙ্কার করবার যো নাই। মহিম্নস্তব যে লিখেছিল, তার অহঙ্কার হয়েছিল। শিবের ষাড় যখন দাত বার ক’রে দেখালে, তখন তার অহঙ্কার চূর্ণ হয়ে গেল। দেখলে, এক একটি দাত এক এক মন্ত্র । তার মানে কি জান ? এ সব মন্ত্র অনাদিকাল ছিল । তুমি কেবল উদ্ধার করলে । - “গুরুগিরি করা ভাল নয়। ঈশ্বরের আদেশ না পেলে আচাৰ্য্য হওয়া যায় না। যে নিজে বলে, ‘আমি গুরু সে হীনবুদ্ধি। দড়িপাল্লা ... • * - is “, f ... . . . f . , ”