পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮৬ খ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ ১৮৮৫, ২৮শে জুলাই শ্রীরামকৃষ্ণ—তিনি নিজেই সব, ঈশ্বর নিজেই জীব জগৎ সৰ হয়েছেন । যখন পূর্ণ জ্ঞান হবে, তখন ঐ বোধ । তিনি মন বুদ্ধি দেহ —চতুৰ্বিবংশতি তত্ত্ব সব হয়েছেন । তিনি আর পক্ষপাত কার উপর করবেন ? * নন্দ বসু—তিনি নানা রূপ কেন হয়েছেন ? কোনখানে জ্ঞান, কোনখানে অজ্ঞান ? শ্রীরামকৃষ্ণ—তার খুশী । অতুল—কেদারবাবু ( চাটুজ্জে ) বেশ বলেছেন। একজন জিজ্ঞাসা করেছিল, ঈশ্বর স্বষ্টি কেন করলেন ? তাতে বলেছিলেন যে, যে মিটিং-এ তিনি স্থষ্টির মতলব করেছিলেন, সে মিটিং-এ আমি ছিলাম না । ( সকলের হাস্য )। শ্রীরামকৃষ্ণ—তার খুশি । এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন—

সকলি তোমারি ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি । -
 তোমার কৰ্ম্ম তুমি কর ম৷ লোকে বলে করি আমি।
পঙ্কে বদ্ধ কর করা, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, ।
কুরে দাও মা ! ব্রহ্মপদ, কারে কর অধোগামী ॥
আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী ।
আমি রথ তুমি রথী, যেমন চালাও যেমনি চলি ৷

“তিনি আনন্দময়ী ! এই সৃষ্টি স্থিতি প্রলয়ের লীলা করছেন । অসংখ্য জীব, তার মধ্যে হুই একটি মুক্ত হয়ে যাচ্ছে,—তাতেও আনন্দ । ঘুড়ির লক্ষের ছটা একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। কেউ সংসারে বদ্ধ হ’চ্ছে, কেউ মুক্ত হ’চ্ছে।

“ভবসিন্ধু মাঝে মন উঠছে ডুবছে কত তরী ” নন্দ বসু—তার খুশি ! আমরা যে মরি!