পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলকাতায় খামপুকুর বাটতে ভক্তসঙ্গে রামকৃষ্ণ ২৪৩ হইয়া বসিয়া আছেন। সাক্ষাৎ জগন্মাতা কি ঠাকুরের ভিতর আবিভূতা হইলেন । । . o সকলে অবাক হইয়া এই অস্তৃত বরাভয়দায়িনী জগন্মাতার মুক্তি দর্শন করিতেছেন । * O এইবারে ভক্তেরা স্তব করিতেছেন। আর একজন গান গাহিয়৷ স্তব করিতেছেন ও সকলে যোগদান করিয়া সমস্বরে গাইতেছেন । গিরিশ স্তব করিতেছেন – কে রে নিবিড় নীল কাদম্বিনী সুরসমাজে । কে রে রক্তোৎপল চরণ-যুগল হর উরসে বিরাজে ॥ কে রে রজনীকর নখরে বাস, দিনকর কত পদে প্রকাশ N মৃদু মুছ হাস ভাস, ঘন ঘন ঘন গরজে ৷ আবার গাইতেছেন— দীন তারিণী, ছুরিতহারিণী, সত্ত্বরজস্তম ত্রিগুণধারিণী, সৃজন পালন নিধনকারিণী, স্বগুণ নিগুৰ্ণা সৰ্ব্বস্বরূপিণী । ত্বংহি কালী তারা পরমা প্রকৃতি, ত্বংহি মীন কূৰ্ম্ম বরাহ প্রভৃতি, ত্বংহি স্থল জল অনিল অনল, ত্বংহি বোম ব্যোমকেশ প্রসবিনী । । সাঙ্খ্য পাতঞ্জল মীমাংসক ন্যায়, তন্ন তন্ন জ্ঞানে ধ্যানে সদা ধ্যায়, বৈশেষিক বেদান্ত ভ্ৰমে হয়ে ভ্রান্ত, তথাপি অদ্যাপি জানিতে পারেনি । নিরুপাধি আদি অন্ত রহিত, করিতে সাধক জনার হিত, গণেশাদি পঞ্চ রূপে কাল বঞ্চ, ভবভয়হর ত্রিকালবৰ্ত্তিনী । সাকার সাধকে তুমি সে সাকার, নিরাকার উপাসকে নিরাকার, কেহ কেহ কয় ব্রহ্ম জ্যোতিৰ্ম্ময়, সেও তুমি নগতনয়া জননী। যে অবধি যার অভিসন্ধি হয়, সে অবধি সে পরম ব্ৰহ্ম কয়, তৎপরে তুরীয় অনিৰ্ব্বচনীয়, সকলি মা তারা ত্রিলোকব্যাপিনী । ।