পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o a --- - - , ঠাকুর ঐরামকৃষ্ণ কাশীপুরের বাগানে সাগপাঙ্গে । প্রথম পরিচ্ছেদ “. . ভক্তের জন্য গ্রীরামকৃষ্ণের দেহ ধারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে রহিয়াছেন । সন্ধ্যা হইয়া গিয়াছে । ঠাকুর অসুস্থ । উপরের হলঘরে উত্তরাস্ত হইয়া বসিয়া আছন নরেন্দ্র ও রাখাল দুইজনে পদসেবা করিতেছেন, মণি কাছে বসিয়া আছেন । ঠাকুর ইঙ্গিত করিয়া তাহাকেও পদসেবা করিতে বলিলেন। মণি পদসেবা করিতেছেন। আজ রবিবার, ১৪ই মার্চ, ১৮৮৬, ২রা চৈত্র, ফাল্গুন শুক্লানবমী। গত রবিবারে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে বাগানে পূজা হইয়া গিয়াছে । গত বর্ষে জন্মমহোৎসব দক্ষিণেশ্বর কালীবাড়িতে খুব ঘটা করিয়া হইয়াছিল। এবার তিনি অসুস্থ । ভক্তেরা বিষাদসাগরে ডুবিয়া আছেন। পূজা হইল। নামমাত্র উৎসব হইল । ভক্তেরা সৰ্ব্বদাই বাগানে উপস্থিত আছেন ও ঠাকুরের সেবা করিতেছেন । শ্রীশ্রীমা ঐ সেবায় নিশিদিন নিযুক্ত । ছোকরা ভক্তেরা অনেকেই সৰ্ব্বদা থাকেন, নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, বাবুরাম, যোগীন, কালী, লাটু প্রভৃতি । বয়স্ক ভক্তেরা মাঝে মাঝে থাকেন ও প্রায় প্রত্যহ আসিয়া ঠাকুরকে দর্শন করেন বা তাহার সংবাদ লইয়া যান। তারক, সিথির গোপাল, ইহারাও সৰ্ব্বদা থাকেন। ছোট গোপালও থাকেন। {