পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশীপুর বাগানে ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণ ○○○ গ্রীরামকৃষ্ণ—হা ; বালকের অবস্থায় রেখেছে। “আচ্ছা, দেহ কি এবার থাকবে না ।” ঠাকুর ও মণি চুপ করিয়া আছেন। নরেন্দ্র নীচে হইতে আসিলেন । একবার বাড়ি যাইবেন । বস্তোবস্ত করিয়া আসিবেন। (). পিতার পরলোক প্রাপ্তির পর তাহার মা ও ভাইরা অতি কষ্টে আছেন,–মাঝে মাঝে অন্নকষ্ট। নরেন্দ্র একমাত্র তাঁহাদের ভরসা,— তিনি রোজগার করিয়া তাহাদের খাওয়াইবেন । কিন্তু নরেন্দ্রের আইন পরীক্ষা দেওয়া হইল না। এখন তীব্র বৈরাগ্য ! তাই আজ বাড়ির কিছু বন্দোবস্ত করিতে কলিকাতায় যাইতেছেন। একজন বন্ধু তাহাকে একশত টাকা ধার দিবেন। সেই টাকায় বাড়ির তিন মাসের খাওঁয়র । যোগাড় করিয়া দিয়া আসিবেন । - নরেন্দ্ৰ—যাই বাড়ি একবার । ( মণির প্রতি ) মহিম চক্ৰবৰ্ত্তীর । বাড়ি হ’য়ে যাচ্চি, আপনি কি যাবেন ? মণির যাইবার ইচ্ছা নাই ; ঠাকুর তাহার দিকে তাকাইয়া নরেন্দ্রকে জিজ্ঞাসা করিতেছেন,—“কেন” ? নরেন্দ্ৰ—ওই রাস্ত দিয়ে যাচ্চি, তার সঙ্গে বসে একটু গল্পটল্প করবো। ঠাকুর একদৃষ্টে নরেন্দ্রকে দেখিতেছেন । নরেন্দ্ৰ—এখানকার একজন বন্ধু বলেছেন, আমায় একশ’ টাকা ধার দিবেন । সেই টাকাতে বাড়ির তিন মাসের বন্দোবস্ত করে আস্বো । । ঠাকুর চুপ করিয়া আছেন। মণির দিকে রাকাইলেন । মণি ( নরেন্দ্রকে )—না, তোমরা এগোও,— আমি পরে যাব । ७ग्न-२७ - O - به شته