পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&8 শ্ৰীশ্ৰীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ ১৮৮২, ৫ই আগষ্ট বাহুল্য, আপনি সব জানেন—তবে খপর নাই। (সকলের হাস্য )। বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে ! বরুণ রাজার খপর নাই ! বিদ্যাসাগর (সহাস্তে )—ত আপনি বলতে পারেন। শ্রীরামকৃষ্ণ (সহাস্তে )—ই গো, অনেক বাবু জানে না চাকর বাকরের নাম (সকলের হাস্য )—বা বাড়ীর কোথায় কি দামী জিনিস আছে । কথাবাৰ্ত্ত শুনিয়া সকলে আনন্দিত । সকলে একটু চুপ করিয়াছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ( সহাস্ত্যে )—একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান। ভারি চমৎকার জায়গা। বিদ্যাসাগর- যাবো বই কি । আপনি এলেন আর আমি যাবে না ! শ্রীরামকৃষ্ণ—আমার কাছে ? ছি ! ছি ! বিদ্যাসাগর—সে কি ! এমন কথা বল্লেন কেন ? আমায় বুঝিয়ে দিন । শ্রীরামকৃষ্ণ ( সহাস্ত্যে )—আমরা জেলেডিঙ্গি । ( সকলের হাস্য )। খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি। কিন্তু আপনি জাহাজ, কি জানি মেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায় । ( সকলের হাস্য )। বিদ্যাসাগর সহাস্তবদন, চুপ করিয়া আছেন । ঠাকুর হাসিতেছেন। রামকৃষ্ণ ( সহাস্ত্যে )—তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে । বিদ্যাসাগর (সহাস্তে )—ই। এটি বর্ষাকাল বটে ! ( সকলের হাস্থ্য )। * মাষ্টার (স্বগত: )—নবায়ুরাগের বর্ষা, নবাতুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে !