পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর-মার্টুর ভক্তসঙ্গে • లిసి মণি-মাটির এই সব মূৰ্ত্তি চিন্তা কক্স } স্ত্রীরামকৃষ্ণ-কেন ? চিন্ময়ী মূৰ্ত্তি। মণি-আজ্ঞ, তা হলেও ত হাত পা ভাবতে হবে পকন্তু এও ভাবছি যে প্রথমাবস্থায় রূপ চিন্তা না করলে মন স্থির হবে না-আপনি বলে দিয়েছেন। আচ্ছা, তিনি ত নানারূপ ধরতে পারেন। নিজের মার রূপ কি ধ্যান করতে পারা যায় ? : শ্রীরামকৃষ্ণ—হঁ। তিনি (মা) গুরু—আর ব্রহ্মময়ী স্বরূপ। " মণি চুপ করিয়া আছেন। s * কিয়ৎক্ষণ পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিতেছেন— । মণি—আজ্ঞা, নিরাকারে কি রকম দেখা যায় ?—ও কি বর্ণনা করী যায় না ? স্ত্রীরামকৃষ্ণ (একটু চিন্তা করিয়া )-ও কি রূপ জান – এই কথা বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন। তৎপরে সাকার নিরাকার দর্শন কিরূপ অনুভূতি হয়, একটি কথা বলিয়া দিলেন। আবার ঠাকুর চুপ করিয়া আছেন। স্ত্রীরামকৃষ্ণ—কি জান এটি ঠিক বুঝতে সাধন চাই । ঘরের ভিতরের রত্ব যদি দেখতে চাও, আর নিতে চাও, তা হলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হয়। তারপর রত্ন বার করে আনতে হয় । তা না হলে তালা দেওয়া ঘর—দ্বারের কাছে দাড়িয়ে ভাবছি, ঐ আমি দরজা খুললুম, সিন্ধুকের তালা ভাঙ্গলুম—ঐ রত্ন বার করলুম। শুধু দাড়িয়ে ভাবলে ত হয় না। সাধন করা চাই। -