পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कर्गजकमङा-ब्राटबन्न वाल्लेौटङ प्रशच्छेञौनिबटन ठेाकूटब्रब्र थार्थना Sや《。 সরেন্দ্র কাছে দাঁড়াইয়া আছেন। ঠাকুর তাঁর দিকে দণ্টিপাত করিয়া বলিয়া উঠিলেন, তুমি কারণ খেয়েছ ? বলিয়াই ভাবে আবিষ্ট । সন্ধ্যা হইল। কিঞ্চিৎ বাহ্য লাভ করিয়া ঠাকুর মার নাম করিয়া আনন্দে গান ধরিলেন— শিৰ সঙ্গে সদারঙ্গে আনন্দে মগনা, সাধাপানে ঢল ঢল ঢলে কিন্তু পড়ে না (মা)। বিপরীত রতাতুরা, পদভরে কাপে ধরা, উভয়ে পাগলের পারা লজা ভয় আর মানে না। সন্ধ্যা হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হরিনাম করিতেছেন! মাঝে মাঝে হাততালি দিতেছেন। সমস্বরে বলিতেছেন—হরিবোল, হরিবোল, হরিময় झब्रिट्बाब्ण ; झब्रि इङ्गि झर्याब्रट्दाज । आदान्न ब्राभ नाम बर्गद्धएउद्छ्न,-ब्राश्न, ब्राञ, ब्राञ, ! ब्राञ, ब्राञ, ब्राञ, ब्राञ ! [ठाकूटब्रब्र थाधना-How то Pray] ঠাকুর এইবার প্রাথনা করিতেছেন—“ও রাম! ও রাম! আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন—আমি ক্লীয়াহীন! রাম শরণাগত! ও রাম শরণাগত ; দেহসখ চাইনে রাম! লোকমান্য চাইনে রাম! অল্টসিন্ধি চাইনে রাম! শতসিদ্ধি চাইনে রাম! শরণাগত, শরণাগত! কেবল এই করো-যেন তোমার শ্রীপাদপদ্মে শন্ধোভক্তি হয় রাম! আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মগধ হই না, রাম! ও রাম, শরণাগত!” O ঠাকুর প্রার্থনা করিতেছেন, সকল্পে একদটে তাঁহার দিকে চাহিয়া রহিয়াছেন। তাঁহার কর্ণামাখা সবর শনিয়া অনেকে আশ্রমসংবরণ করিতে পারিতেছেন না। রাম কাছে আসিয়া দাঁড়াইয়াছেন। শ্রীরামকৃষ্ণ (রামের প্রতি)—রাম! তুমি কোথায় ছিলে ? রাম—আজ্ঞা, উপরে ছিলাম। ঠাকুর ও ভক্তদের সেবার জন্য রাম উপরে আয়োজন করিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ (রামের প্রতি, সহাস্যে)—উপরে থাকার চাইতে নীচে থাকা কি ভাল নয় ? নীচু জমিতে জল জমে, উচু জমি থেকে জল গড়িয়ে চলে আসে। রাম (হাসিতে হাসিতে)—আজ্ঞা, হাঁ । ছাদে পাতা হইয়াছে। রামচন্দ্র ঠাকুর ও ভক্তগণকে লইয়া গেলেন ও পরিতোষ করিয়া খাওয়াইলেন। উৎসবাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, নিরঞ্জন, মাস্টার প্রভৃতি সঙ্গে অধরের বাড়ী গমন করিলেন। সেখানে মা আসিয়াছেন। আজ মহাষ্টমী! অধরের বিশেষ প্রার্থনা, ঠাকুর উপস্থিত থাকিবেন, তবে তাঁহার পজা সাথক হইবে ।