পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ज्रष्प्लेनम क्षण्छ শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ী আগমন ও ভক্তসঙ্গে কীৰ্ত্তনানন্দ चषष शब्रिट्श्ा बिजम्न, ठकमात्र, बाबरुद्राम अङ्घी७ फढन८थ्ग छैोब्राश्रङ्कक [zकमाब्र, बिछम्न, बाबद्भद्रान्न, नाब्राण, श्रान्छेब्र, बकबछब्रन] আজ আশিবন শুক্লা একাদশী, বুধবার ১লা অক্টোবর ১৮৮৪ খৃস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বর হইতে অধরের বাড়ী আসিতেছেন। সঙ্গে নারাণ, গঙ্গাধর। পথিমধ্যে হঠাৎ ঠাকুরের ভাবাবস্থা হইল। ভাবে বলিতেছেন, “আমি মালা জোপবো? হ্যাক থ! এ শিব যে পাতাল ফোঁড়া শিব, বয়স্ফূলিঙ্গ।” অধরের বাড়ীতে আসিয়াছেন। এখানে অনেক ভক্তের সমাবেশ হইয়াছে। কেদার, বিজয়, বাবরাম প্রভৃতি অনেকে উপস্থিত। কাঁতনিয়া বৈষ্ণবচরণ আসিয়াছেন। ঠাকুরের আদেশক্ৰমে অধর প্রত্যহ অফিস হইতে আসিয়াই বৈষ্ণবচরণের মখ হইতে কীৰ্ত্তন শনেন। বৈষ্ণবচরণের সংকীৰ্ত্তন অতি মিন্ট। আজও সংকীৰ্ত্তন হইবে। ঠাকুর অধরের বৈঠকখানায় প্রবেশ করিলেন। ভক্তেরা সকলেই গাত্রোথান করিয়া তাঁহার চরণবন্দনা করিলেন। ঠাকুর সহস্যে সুসন গ্রহণ করিলে পর তাঁহারাও উপবেশন করিলেন। কেদার ও বিজয় প্রণাম করিলে পর ঠাকুর নারাণ ও রামবাবকে তাঁহাদের প্রণাম করিতে বলিলেন। আর বলিলেন, আপনারা আশীবাদ করো, যেন এদের ভক্তি হয়। নারাণকে দেখাইয়া বলিলেন, এ বড় সরল ; ভক্তেরা বাবরাম ও নারাণকে একদটে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ (কেদারাদি ভক্তের প্রতি)—তোমাদের সঙ্গে রাস্তায় দেখা হলো —তা না হ’লে তোমরা কালীবাড়ী গিয়ে পড়তে। ঈশ্বরের ইচ্ছায় দেখা হয়ে গেল। কেদার (বিনীতভাবে, কৃতাঞ্জলি)—ঈশ্বরের ইচ্ছা—সে আপনার ইচ্ছা। ঠাকুর হাসিতেছেন।