পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S&* Bबैजाबक्ककथामाङ-२क छात्र t s४४8, sणा थाझेदब्र ঠাকুরকে দশন কল্লেন, বলেছিলেন, কুণ্ডল কেন দলছে না? ঠাকুর বললেন, তুমি দোলালে দোলে! • শ্রীরামকৃষ্ণ-সব মানতে হয় গো-নিরাকার সাকার সব মানতে হয়। কালীঘরে ধ্যান করতে করতে দেখলাম রমণী খানকী! বললাম, মা তুই এইরপেও আছিস! তাই বলছি, সব মানতে হয়। তিনি কখম কিরপে দেখা দেন, সামনে আসেন, বলা যায় না। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন—এসেছেন এক ভাবের ফকির। বিজয়—তিনি অনন্তশক্তি—আর একরপে দেখা দিতে পারেন না ? কি আশ্চর্য! সব রেণর রেণ এরা সব কি না এই সব ঠিক করতে যায়। শ্রীরামকৃষ্ণ–একটা গীতা, একটা ভাগবত, একটা বেদান্ত পড়ে লোকে মনে করে, আমি সব বঝে ফেলেছি। চিনির পাহাড়ে একটা পিপড়ে গিছলো। এক দানা চিনি খেয়ে তার পেট ভরে গেল। আর এক দানা মাথে করে বাসায় নিয়ে যাচ্ছে। যাবার সময় ভাবছে, এবারে এসে পাহাড়টা সব নিয়ে যাব! (সকলের হাস্য)।