পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कर्णाचकटण-बब्र-अग्निट्ब्र-ज्ववङ्ग ७ ब्राच्छेद्वब्रव्र टर्वाङ छेत्रद्वनश्न S8 షి শ্রীরামকৃষ্ণ গেীত গাহিতে গাহিতে মাস্টারের প্রতি)– “প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি। जामि काजौ ब्लञ्च ८छट्न अभf, थभ"थभ**नब ८इटक्लाइ ! “ধমাধম কি জান ? এখানে ‘ধম” মানে বৈধীধম । যেমন দান কত্তে" হবে, শ্রাদ্ধ, কাঙ্গালীভোজন এই সব। “এই ধমকেই বলে কমকাণ্ড। এ পথ বড় কঠিন। নিকামকম করা বড় কঠিন। তাই ভক্তিপথ আশ্রয় ক’ত্তে বলেছে। “একজন বাড়ীতে শ্রাধ করেছিল। অনেক লোকজন খাচ্ছিল। একটা কসাই গরম নিয়ে যাচ্ছে, কাটবে বলে। গর বাগ মানছিল না—কসাই হাঁপিয়ে পড়েছিল। তখন সে ভাবলে শ্রান্ধবাড়ী গিয়ে খাই। খেয়ে গায়ে জোর করি, তারপর গরটাকে নিয়ে যাব। শেষে তাই কল্পে, কিন্তু যখন সেই গর কাটলে তখন যে শ্রাধ করেছিল, তারও গো-হত্যার পাপ হলো।” “তাই বলছি, কমাকান্ডের চেয়ে ভক্তিপথ ভাল ” ঠাকুর ঘরে প্রবেশ করিতেছেন, সঙ্গে মাস্টার। ঠাকুর গন গন করিয়া গাহিতেছেন। নিবৃত্তিমাগের বিষয় যা বললেন, তারই ফটে উঠছে। ঠাকুর १छ्न् १ादन क८ञ्च वळच्छन-स्रबद्दलटव ब्राथ ८शा बा, हाटफुब्र श्राणा निन्थि ८षाछैो ।” ঠাকুর ছোট খাটটিতে বসিলেন। অধর, কিশোরী ও অন্যান্য ভক্তেরা আসিয়া বাঁসলেন। শ্রীরামকৃষ্ণ (ভক্তদের প্রতি)—ঈশানকে দেখলাম—কৈ, কিছই হয় নাই! বল কি ? পরেশচরণ পাঁচমাস করেছে! অন্য লোকে এক কাণ্ড করত। অধর—আমাদের সম্মুখে ঔকে অত কথা বলা ভাল হয় নাই। শ্রীরামকৃষ্ণ—সে কি ! ও জাপক লোক, ওর ওতে কি ? কিয়ৎক্ষণ কথার পর ঠাকুর অধরকে বলিতেছেন, ঈশান খুব দানী। আর দেখ, জপ তপ খাব করে। ঠাকুর কিছুকাল চুপ করিয়া আছেন। ভক্তেরা মেজেতে বসিয়া একদটে চাহিয়া আছেন। হঠাৎ ঠাকুর অধরকে উদ্দেশ্য করিয়া বলিতেছেন—আপনাদের ৰোগ ও ভোগ দুইই আছে।