পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা, শ্যামপুকুর—ডাঃ সরকার প্রভৃতি সঙ্গে ミ>q ডাক্তার—এই বাবটির সঙ্গে পরমহংসের কথা হলো। থিয়সফির কথা-- কর্ণেল অলকটের কথা হলো। পরমহংস ঐ বাবটির উপর চটা! কেন জান ? এ বলে, আমি সব জানি। O মাস্টার—না, চটা হবেন কেন ? তবে শুনেছি, একবার দেখা হয়েছিল। তা পরমহংসদেব ঈশ্ববরের কথা বলছিলেন। তখন ইনি বলেছিলেন বটে যে হাঁ ও সব জানি । ডাক্তার—এ বাবটি সায়েন্স এসোসিয়েশনে ৩২,৫০০ টাকা দিয়াছেন। গাড়ী চলিতে লাগিল। বড়বাজার হইয়া ফিরিতেছে। ডাক্তার ঠাকুরের সেবা সম্পবন্ধে কথা কহিতে লাগিলেন। ডাক্তার—তোমাদের কি ইচ্ছা একে দক্ষিণেশ্ববরে পাঠানো ? মাল্টার—না, তাতে ভক্তদের বড় অসুবিধা। কলকাতায় থাকলে সবাদা যাওয়া আসা যায়—দেখতে পারা যায় । ডাক্তার—এতে ত অনেক খরচ হচ্ছে। মাল্টার—ভক্তদের সে জন্য কোন কস্ট নাই । তাঁরা যাতে সেবা করতে পারেন, এই চেন্টা করছেন। খরচ ত এখানেও আছে সেখানেও আছে। সেখানে গেলে সব দা দেখতে পাবেন না, এই ভাবনা। च्बिऊौम्न नब्रिह्छकृन শ্রীরামকৃষ্ণ, ডাক্তার সরকার, ভাদুড়ী প্রভৃতি সঙ্গে [ ডাক্তার সরকার, ভাদুড়ী, লোকড়ি ছোট নরেন মাস্টার, শ্যাম ৰস । ডাক্তার ও মাল্টার শ্যামপুকুরে আসিয়া একটি দ্বিতল গহে উপস্থিত হইলেন।” সেই গহের বাহিরের উপরে বারান্দাওয়ালা দটি ঘর আছে। একটি পড়বপশ্চিমে ও অপরটি উত্তর-দক্ষিণে দীঘ"। তাহার প্রথম ঘরটিতে গিয়া দেখেন : ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। ঠাকুর সহাস্য। কাছে ডাক্তার ভাদুড়ী, ও অনেকগুলি ভক্ত। ডাক্তার হাত দেখিলেন ও পীড়ার অবসথা সমস্ত অবগত হইলেন। ক্রমে ঈশ্বর সম্প্রবন্ধীয় কথা হইতে লাগিল। ভাদুড়ী—কথাটা কি জান ? সব স্বপ্নবৎ। ডাক্তার—সবই ডিলিউসন (ভ্রম) ? তবে কার ডিলিউসন আর কেন ডিলিউসন ? আর সবাই কথাই বা কয় কেন, ডিলিউসন জেনেও ? I cannot believe that God is real and creation is unreal. (ঈশ্বর সত্য, আর তাঁর সন্টি মিথ্যা, এ বিশ্বাস করিতে পারি না)।