পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कान्पौनदन्न-गिब्रिच, श्राच्छेन्न धङ्गैंड छखनटच्ण ૨૨૧ শ্রীরামকৃষ্ণ–সংসারে থাকতে গেলেই ও রকম হয়। কখনও উচু, কখনও নীচু । কখনও বেশ ভক্তি হচ্ছে, আবার কমে যায়। কামিনীকাঞ্চন ਯਿ থাকতে হয় কিনা, তাই হয়। সংসারে ভক্ত কখন ঈশবরচিন্তা, হরিনাম করে; কখন বা কামিনী-কাঞ্চনে মন দিয়ে ফেলে। যেমন সাধারণ মাছি-কখন সন্দেশে বসছে, কখন বা পচা ঘা বা বিষ্ঠাতেও বসে। “ত্যাগীদের আলাদা কথা। তারা কামিনী-কাঞ্চন থেকে মন সরিয়ে এনে কেবল ঈশ্ববরকে দিতে পারে; কেবল হরিরস পান করতে পারে। ঠিক ঠিক ত্যাগী হলে ঈশ্বর বই তাদের আর কিছল ভাল লাগে না। বিষয় কথা হ'লে উঠে যায়; ঈশ্বরীয় কথা হলে শনে। ঠিক ঠিক ত্যাগী হলে নিজেরা ঈশ্বরকথা বই আর অন্য বাক্য মুখে আনে না। “মৌমাছি কেবল ফলে বসে—মধ্য খাবে বলে। অন্য কোন জিনিস भौशाझिन्न उठाळ लाटली ना ।” গিরিশ দক্ষিণের ছোট ছাদটির উপর হাত ধাইতে গেলেন। শ্রীরামকৃষ্ণ (মাস্টারের প্রতি)—ঈশ্ববরের অনুগ্রহ চাই, তবে তাঁতে সব মন হয়। অনেকগুলো কচুরি খেলে, ওকে বলে এসো আজ আর কিছ না খায়। फूङौम्न गिब्रट्झन एञबज्राब्र, ८बनबिथिब्र नाब्र-टेंबथौ ख्र्गढ G छर्गढ छेन्ञान গিরিশ পনবার ঘরে আসিয়া ঠাকুরের সম্মুখে বসিয়াছেন ও পান খাইতেছেন। শ্রীরামকৃষ্ণ (গিরিশের প্রতি)–রাখালু-টাখাল এখন বুঝেছে কোনটা ভাল, কোনটা মন্দ ; কোনটা সত্য, কোনটা মিথ্যা। ওরা যে সংসারে গিয়ে থাকে, সে জেনে শনে। পরিবার আছে, ছেলেও হয়েছে—কিন্তু বুঝেছে সব মিথ্যা। অনিত্য। রাখাল-টাখাল এরা সংসারে লিপ্ত হবে না। • “যেমন পাঁকাল মাছ। পাঁকের ভিতর বাস, কিন্তু গায়ে পাঁকের দাগটি পয়ালত নাই!” গিরিশ—মহাশয়, ও সব আমি বুঝি না। মনে করলে সবাইকে নিলিপিত আর শািন্ধ করে দিতে পারেন। কি সংসারী কি ত্যাগী সবাইকে ভাল করে