পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

काषौश्वन-नम्त्वन्द्र, इौबामन्त्र, आछेत्र अर्काउ उज्नन्थ्ण झीबाबक्रक ఫిరిసి বড় গ্রীষ্মম। আর মধ্যাহ্নকাল। খসখসের পদ টাঙ্গান হইয়াছে। হীরানন্দ উঠিয়া পদাটি ভাল করিয়া টাঙ্গাইয়া দিতেছেন। ঠাকুর দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ (হাঁরানদের প্রতি)—তবে পাজামা পাঠিয়ে দিও। হাঁরানন্দ বলিয়াছেন, তাদের দেশের পাজামা পরিলে ঠাকুর আরামে থাকিবেন। তাই ঠাকুর সমরণ করাইয়া দিতেছেন, যেন তিনি পাজামা পাঠাইয়া দেন । হাঁরানন্দের খাওয়া ভাল হয় নাই। ভাত একট চাল চাল ছিল। ঠাকুর শনিয়া বড় দুঃখিত হইলেন, আর বার বার তাঁহাকে বলিতেছেন, জলখাবার খাবে ? এত অসুখ, কথা কহিতে পারিতেছেন না; তথাপি বার বার জিজ্ঞাসা কারতেছেন। আবার লাটকে জিজ্ঞাসা করিতেছেন, তোদেরও কি ঐ ভাত খেতে হয়েছিল ? ঠাকুর কোমরে কাপড় রাখিতে পারিতেছেন না। প্রায় বালকের মত দিগম্বর হইয়াই থাকেন। হীরানন্দের সঙ্গে দুইটি ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন। তাই কাপড়খানি এক একবার কোমরের কাছে টানিতেছেন। শ্রীরামকৃষ্ণ (হীরানন্দের প্রতি)-কাপড় খালে গেলে তোমরা কি অসভ্য বল ? হীরানন্দ—আপনার তাতে কি ? আপনি ত বালক। শ্রীরামকৃষ্ণ (একটি ব্রাহ্ম ভক্ত প্রিয়নাথের দিকে অঙ্গলি নিদেশ করিয়া) —-উনি বলেন। হীরানন্দ এইবার বিদায় গ্রহণ করিবেন। তিনি দু-একদিন কলিকাতায় থাকিয়া আবার সিন্ধাদেশে গমন করিবেন। সেখানে তাঁহার কাজ • আছে। দইখানি সংবাদপত্রের তিনি সম্পাদক। ১৮৮৪ খৃস্টাব্দ হইতে চার বৎসর ধরিয়া ঐ কায করিয়াছিলেন। সংবাদপত্রের নাম, সিন্ধ টাইমস (Sind Times) এবং সিন্ধ সাধার (Sind Sudhar) ; হীরানন্দ ১৮৮৩ খন্টাব্দে বি, এ, উপাধি পাইয়াছিলেন। হীরানন্দ সিন্ধবাসী। কলিকাতায় পড়াশনা করিয়াছিলেন। শ্ৰীযুক্ত কেশব সেনকে সবাদী দশন ও তাঁহার সহিত সবাদা আলাপ করিতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে কালীবাড়ীতে মাঝে মাঝে আসিয়া থাকিতেন। [হাঁরানন্দের পরীক্ষা—প্রবৃত্তি না নিৰাত্তি] শ্রীরামকৃষ্ণ (হাঁরানন্দের প্রতি)—সেঃানে নাই বা গেলে ? হীরানন্দ (সহাস্যে)—বাঃ! আর যে সেখানে কেউ নাই ? আর সব যে চাকরি করি। শ্রীরামকৃষ্ণ—কি মাহিনা পাও? হীরানন্দ (সহস্যে)—এ সব কাজে কম মাহিনা।